সোমবার, ২১ মে, ২০১৮, ০৫:৪৩:৫৩

সেই তালিকার দুই নম্বরে রয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজ

সেই তালিকার দুই নম্বরে রয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : এবারের আসরে সাকিব আল হাসান হায়দ্রাবাদের হয়ে যতোটা না সফল, ঠিক ততোতাই মুম্বাইয়ের হয়ে ব্যার্থ বাংলাদেশ পেসার মোস্তাফিজ। প্রথমে ৬ ম্যাচ খেলার পরে তাকে সাইড বেঞ্চে বসায় মুম্বাই।

এরপরে মুম্বাইয়ের প্লে অফে যাওয়ার ম্যাচটিতে ৪ অভার বল করে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন কাটার মাস্টার। ভারতীয় জনপ্রিয় ক্রিকেট্মাধ্যম স্পোর্টস কিডার মতে আগামী আসরে মোস্তাফিজ সহ আরো ৪ জন বিদেশী ক্রিকেটারকে ছেড়ে দিবে মুম্বাই।

সেই তালিকার দুই নম্বরে রয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সংবাদ মাধ্যমটির মতে আগামী মৌসুমে প্রত্যাশামাফিক ফলাফল পেতে মোস্তাফিজকে বাদ দেয়া উচিত মুম্বাইয়ের।

তাই মুম্বাইয়ের আগামী মৌসুমের পরিকল্পনায় মোস্তাফিজকে না দেখলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। মোস্তাফিজ ছাড়াও লংকান স্পিনার আকিলা দনঞ্জয়া, কিউই পেসার অ্যাডাম মিলনে এবং দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনিকেও বাদ দেয়া উচিত বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যমটি। ডুমিনি ৬ ম্যাচ খেলে মাত্র ৩৬ রান করেন। ধনাঞ্জয় ১ ম্যাচ খেলার সুযোগ পেলেও সেই ম্যাচে দিয়েছেন হাত ভরে রান। মিলনে অবশ্য খেলার সুযোগ পাননি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে