সোমবার, ২১ মে, ২০১৮, ০৮:১৯:৩৪

বিশ্বকাপকে কেন্দ্র করে ভুয়া হোটেল ব্যবসা!

বিশ্বকাপকে কেন্দ্র করে ভুয়া হোটেল ব্যবসা!

স্পোর্টস ডেস্ক: দিন ২৫ পরে পর্দা উঠতে চলেছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এর। রাশিয়ায় ১৪ জুন স্বাগতিকদের বিপক্ষে সৌদি আরবের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। স্বাভাবিকভাবেই পৃথিবীর সকল দেশ হতে ফুটবল প্রেমীদের আনাগোনা বাড়বে রাশিয়াতে। এই সুযোগটা কাজে লাগিয়ে অবৈধ মুনাফা হাসিল করার উদ্দেশ্যে ইতোমধ্যেই মাঠে নেমে পরেছে কিছু অসাধুচক্র।

বিভিন্ন দেশের ফুটবল সমর্থকদের ধোঁকা দিয়ে তাদের হোটেলের উঠানোর পায়তারা করছে অসাধু হোটেল মালিকরা। এজন্য তারা সর্বপ্রথম বাছাই করে নিয়েছে ভ্রমণ বিষয়ক অনলাইন রিভিউ প্রতিষ্ঠান 'ট্রিপএডভাইজর'কে। 'ট্রিপএডভাইজর' হল পৃথিবীর অন্যতম বড় এবং সেরা অনলাইন ভ্রমণ বিষয়ক অনলাইন রিভিউ প্রতিষ্ঠান। মানুষ দেশ-বিদেশে ভ্রমণের ক্ষেত্রে সকল তথ্য মূলতঃ এখান থেকেই নিয়ে থাকে।

আর এই সব মুনাফালোভী হোটেল মালিকদের সাহায্য করে যাচ্ছে কিছু ফ্রিল্যান্সিং সংস্থা। নিম্নমানের হোটেলের দারুণ চাকচিক্যময় সব ছবি আর হোটেলের সুযোগ-সুবিধার ভালো ভালো কথা তারা প্রচার করে যাচ্ছে। অচেনা পর্যটকদের ধোঁকা দিয়ে নিজেদের লাভ আদায় করার জন্যই এই দু'চক্র আদা জল খেয়ে মাঠে নেমেছে।

এমন অভিযোগ স্বীকারও করে নিয়েছে 'বেকন' নামক ফ্রিল্যান্সিং এক সংস্থা। তারা বলেছে, ‘ট্রিপএডভাইজর-এর মাধ্যমে বিদেশ থেকে আসা অনেক ফুটবল সমর্থকে এবার ধোঁকার মুখে পড়বে। যদি সার্বিয়ান আর সুইডিসরা এসে আপনার এখানে না আসে অথবা আপনাদের সম্পর্কে ভালো কিছু না বলে যায় তাহলে কী হবে?’

মূলতঃ নিজেদের নাম প্রচারে এমন সব অসাধু কাজে জড়িয়ে যাচ্ছে তারা। ‘মাত্র ৩৫ হাজার রুবল (৫৭০ ডলার) এর বিনিময়ে আমরা তাদের উৎসাহিত করছি আমাদের সাথে চুক্তি করার জন্য। তারা যেমনই হোক, আমরা তাদেরকে সেরা ১০ এর মাঝে নিয়ে আসব তা বলে প্রতিজ্ঞা করি।’ -বলেছেন বেকন এজেন্সি মুখপাত্র।

এছাড়াও বেকন এজেন্সি মুখপাত্র বলেন, ‘মূলতঃ আমরা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে চুক্তি করে থাকি। হোটেল মালিক বা ফ্রিল্যান্সারদের মধ্যে কখনও সরাসরি চুক্তি হয় না।’

'ট্রিপএডভাইজর' অবশ্য এসব বিষয়ে অবগত হওয়ার পরে রীতিমত ক্ষুব্ধ। তারা বলেছেন, ‘আমাদের তদন্তকারী সদস্যরা এসব বিষয় খুব ভালোভাবে খতিয়ে দেখছে। যারা টাকার বিনিময়ে এরকম অসাধু কাজ করে যাচ্ছে তাদের ধরতে তারা (তদন্তকারীরা) তৎপর আছে। আসলে অনেক বড় একটি চক্র এর পেছনে দায়ি। কিন্তু আমরা জানি, কিছু কিছু প্রতিষ্ঠান টাকার বিনিময়ে এরকম কাজ করে যাচ্ছে।’

এ বছরের রাশিয়া বিশ্বকাপ মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে