সোমবার, ২১ মে, ২০১৮, ০৯:২১:২৬

'তাহলে আমার মনে হয় এনি টাইম, এনি ডে আফগানিস্তানকে হারাতে পারি'

'তাহলে আমার মনে হয় এনি টাইম, এনি ডে আফগানিস্তানকে হারাতে পারি'

স্পোর্টস ডেস্ক : আগামী জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী জুন মাসের ৩,৫ এবং ৭ তারিখে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। দেরাদুনের রাজীব গান্ধি আর্ন্তজাতিক স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। আর সেই সিরিজে আফগানিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ, এমনটিই মনে করছেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের জন্য সিরিজ জেতাটা খুব জরুরি, সিরিজ জিতলেই র‌্যাঙ্কিং আগাবে, এখন এইগুলো মাথায় নিয়ে লাভ নেই। আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আমরা রাখি। যেকোন কন্ডিশনে আমরা ভালো দল। আমরা স্কিলফুল দল। আমাদের ব্যাটিং, বোলিং সব ওদের থেকে ভালো। হ্যাঁ, ওদের বিশ্বসেরা স্পিনার আছে। কিন্তু ওদের পুরো দল ভারসাম্যপূর্ণ নয়। আমরা যদি আমদের ডিসিপ্লিন ঠিক রাখি, বেটার ক্রিকেট খেলি তাহলে আমার মনে হয় এনি টাইম, এনি ডে আফগানিস্তানকে হারাতে পারি।’

এছাড়াও আফগানিস্তানের দুই বিশ্বসেরা স্পিনার রশিদ খান ও তরুণ বোলার মুজিব-উর-রহমানকে নিয়ে সুজন বলেন, ‘আমার মনে হয় না খুব একটা স্পিন ফ্রেন্ডলি উইকেট হবে। আমার মনে হয় উইকেটে বাউন্স থাকতে পারে। আমাদের এখান থেকে যে দেখতে গিয়েছিল শুনলাম যে উইকেটে ঘাস আছে অনেক। আমাদের সিরিজ শুরুর আগে ৭টার মতো ম্যাচ হবে ওই গ্রাউন্ডে। তখন হয়ত ঘাস কমে যাবে। বাউন্স থাকতে পারে। আর স্পিন ফ্রেন্ডলি হলে আমাদের জন্যও ভালো। ওরাও স্পিনে এত ভাল তা না। আমরা প্রস্তুত যেরকম উইকেট হোক কিনা।’

এছাড়াও আফগান পেসারদের নিয়ে তিনি বলেন, ‘আমি একটু আগেই বললাম রশিদ-মুজিব ছাড়াও আমাদের ১২টা ওভার খেলতে হবে। ওই ১২টা ওভার খুব গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে ১২০টা বল খুব গুরুত্বপূর্ণ। আমরা ১২০টা বল ভালো খেলতেছি। আমি মনে করি স্কিলের দিক থেকে বাংলাদেশ বেটার সাইড আফগানদের হারানোর জন্য আসলে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে