সোমবার, ২১ মে, ২০১৮, ০৯:২৪:৫১

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে যোজন যোজন ভাবে: সুজন

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে যোজন যোজন ভাবে: সুজন

স্পোর্টস ডেস্ক : আগামী ৩ই জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তআন সিরিজ। সেই সিরিজে আফগানিস্তানকে নিয়ে ভীত আছে বাংলাদেশ এমন খবরে একমত নন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

সুজনের মতে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে যোজন যোজন ভাবে। সুজন বলেন, আমি ব্যক্তিগতভাবে র‍্যাঙ্কিং নিয়ে ভাবছি না। আমাদের জন্য সিরিজ জেতাটা খুব জরুরি। সিরিজ জিতলেই র‍্যাঙ্কিংয়ে এগুবো। এখন এসব মাথায় নিয়ে লাভ নেই। আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আমরা রাখি। যেকোনও কন্ডিশনে আমরা ভালো দল। আমরা স্কিলফুল দল।’

সুজন আর বলেন ’ আমরা ওইভাবে নিচ্ছি না। রশিদ, মুজিব ছাড়াও আমাদের ১২টা ওভার খেলতে হবে। ওই ১২ ওভার খুব গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে ১২০টা বল খুব গুরুত্বপূর্ণ। আমরা ১২০টা বল ভালো খেলছি। আমি মনে করি স্কিলের দিক থেকে বাংলাদেশ ভালো দল আফগানদের হারানোর জন্য আসলে। আমাদের যব খেলোয়াড়রেই ওয়ার্ল্ড ক্লাসের।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে