সোমবার, ২১ মে, ২০১৮, ১০:২০:৩০

‘আর্জেন্টিনা দলে জায়গা পেতে কঠিন লড়াই করতে হয়’

‘আর্জেন্টিনা দলে জায়গা পেতে কঠিন লড়াই করতে হয়’

স্পোর্টস ডেস্ক : আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ঘোষিত ২৩ সদস্যের মূল স্কোয়াডে জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার থাকা নিয়ে ছিল শঙ্কা। কারণ তারকা নির্ভর আর্জেন্টিনা দলে দিবালা ছাড়াও রয়েছে অনেক বড় বড় নাম। তবে তাদের সঙ্গে লড়াই করেই মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ২৪ বছর বয়সী এই তারকা।

দলে জায়গা পেয়ে দিবালা বলেন, ‘এটা খুবই কঠিন। আমাকে সবসময়ই লড়াই করে যেতে হয়েছে। এমনকি আমি যেসব ক্লাবে খেলেছি সেখানেও লড়াই করেই জায়গা পেতে হয়েছে। (বিশ্বকাপের মূল পর্বে) সুযোগ পেলে আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।’

তিনি আরো বলেন, ‘শৈশবকাল থেকেই আমার স্বপ্ন ছিল ফুটবল বিশ্বকাপ খেলা। আশা করছি বিশ্বকাপের অভিজ্ঞতাটা ভালো হবে এবার। আমি এখনো হোর্হে সাম্পাওলির সাথে কথা বলিনি। তাই কোন পজিশনে খেলবো সেটা জানা নেই আমার।’

বিশ্বকাপের গত আসরে জার্মানির কাছে হেরে রানারআপ হয়েছিল আর্জেন্টিনা। তবে এবারের আসরটিতে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা করছেন ২৪ বছর বয়সী দিবালা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের মানুষকে প্রতিটা পরিস্থিতি বুঝতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা আমাদের সর্বদা সমর্থন দিয়ে যাওয়াটা। দেশের হয়ে কাপটা (বিশ্বকাপ) জেতার সব চেষ্টাই করবো আমরা।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে