শুক্রবার, ২৫ মে, ২০১৮, ০২:৪২:৩১

সালাহ শুধু ‘মিশরীয় মেসি’ নয় খোদ মেসি: রোনাল্ডো

সালাহ শুধু ‘মিশরীয় মেসি’ নয় খোদ মেসি: রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান সাবেক কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোর লিভারপুল ও মিশরীয় ফুটবলার সালাহ’কে মেসির সঙ্গে তুলনা করে বলেন, ‘সে ঠিক মেসির মতো। আমি সম্প্রতি তাকে দেখেছি। বলার অপেক্ষা রাখে না আমি খুবই অনুপ্রাণিত এবং উত্তেজিত ছিলাম।’

রোমা থেকে লিভারপুলে এসে গোলের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন মোহাম্মদ সালাহ। যাকে বলা হচ্ছে ‘মিশরীয় মেসি’। কিন্তু এখন শুধু ‘মিশরীয় মেসি’ নয় খোদ মেসির সাথেই তুলনা করা হচ্ছে সালাহকে।

এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করেছেন সালাহ। প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতেছেন ২৫ বছর বয়সী।ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের দৌড়ে দুজনের লড়াইটাও জমেছিল খুব। শেষ পর্যন্ত অবশ্য সাহালকে পেছনে ফেলেন বার্সেলোনা তারকা।

আবার কখনো ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে তুলনায় আসছেন তো কখনো মেসির সঙ্গে। ক’দিন আগে লিভারপুর কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য বলেছিলেন রোনালদোর মানে পৌঁছাতে সালাহর আরো ১৫ বছর লাগবে। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো সালাহকে মেসির সঙ্গে তুলনা করতে দ্বিধা করছেন না। বলছেন, সালাহ ঠিক মেসির মতো।

তবে সালাহ’র পারফম্যান্সে মুগ্ধতার পরও শনিবার কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখছেন রোনাল্ডো। সাবেক রিয়াল তারকা বিশ্বাস করেন হাই স্কোরিং ম্যাচে ঠিকঠাক লিভারপুরকে হারাবে রিয়াল। ব্রাজিলিয়ান কিংবদন্তি ভবিষ্যতবাণীও করেছেন ম্যাচের ফলের, ‘আমার ফলাফল ৩-২ এ ম্যাচটি জিতবে রিয়াল।’

রোনাল্ডো যেন নিজ ক্লাবের বিজয় উৎসব দেখতে মরিয়া, ‘যদি এই ফাইনাল তারা জেতে তবে সেটি অবিশ্বাস্য অর্জন হবে। আমি খুব আশাবাদি। এবছর অনেক সংশয় ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ ফিরে এসেছে এবং কিছু ইতিহাস গড়েছে।’ রিয়াল শিরোপা পেলে টানা তিন বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতা হবে দলটির। আর শেষ পাঁচ মৌসুমের মধ্যে চারটিই।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে