শনিবার, ২৬ মে, ২০১৮, ০২:৫৭:৫৬

আইপিএলের ফাইনালে কখনো হারেনি সাকিব !

আইপিএলের ফাইনালে কখনো হারেনি সাকিব !

স্পোর্টস ডেস্ক: আইপিএলে আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান ও রশীদ খান।

এদিন ব্যাট হাতে ২৪ বল খেলে ২৮ রান করেন সাকিব আল হাসান। বল হাতে তিন ওভার বল করে ১৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেন তিনি। রশীদ খান ব্যাট হাতে ১০ বল খেলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। আর বল হাতে চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। আগামী ২৭ মে ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

আইপিএলে সাকিবের শুরুটা কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১১ সালে । আইপিলের এই চতুর্থ আসরে রাজস্থানের বিপক্ষে ম্যাচ দিয়ে কলকাতার জার্সি গায়ে সাকিবের অভিষেক হয়। এরপর টানা সাত বছর কলকাতার হয়ে আইপিএল মাতিয়েছেন সাকিব। জিতেছেন দুইটি শিরোপা। কিন্তু সেই সাকিবকেই কিনা ২০১৮ সালে ছেড়ে দিয়েছে কলকাতা।

আইপিএলের যে গুটিকয়েক ক্রিকেটার জোড়া শিরোপা জিতেছে তাদের মধ্যে সাকিব একজন। প্রথমবার ২০১২ সালে এবং দ্বিতীয়বার ২০১৪ সালে ফাইনাল খেলে কলকাতার জার্সি গায়ে শিরোপা জেতে সাকিব আল হাসান। এছাড়া আর কোনোবারই তাঁর সাবেক দল ফাইনাল খেলেনি। প্লে-অফ থেকেই কিংবা প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে।

তাই সাকিবের সামনে এখন অনন্য রেকর্ড গড়ার হাতছানি। আইপিএলের তৃতীয় শিরোপা।

এমটিনউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে