শনিবার, ২৬ মে, ২০১৮, ০১:২৮:০৮

বোমা বিস্ফোরণে নিহতদের ম্যাচসেরা পুরস্কার উৎসর্গ করলেন রশিদ খান

বোমা বিস্ফোরণে নিহতদের ম্যাচসেরা পুরস্কার উৎসর্গ করলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই উজ্জ্বল ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা আফগানিস্তানের ১৯ বছর বয়সী ক্রিকেটার রশিদ খান।

এই ম্যাচে তিনি ১০ বল খেলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। আবার বল হাতে চার চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। পাশাপাশি দুইটি ক্যাচও নেন তিনি। তাই ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারও ওঠে রশিদ খানের হাতে।

সম্প্রতি আফগানিস্তানে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়। আহত হয় অনেকে। গতকাল রশীদ খান তার ম্যাচসেরার পুরস্কার বোমা বিস্ফোরণে নিহতদের প্রতি উৎসর্গ করেন।

রশিদ খান বলেন, ‘সম্প্রতি আমার হোমটাউনে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি আমার এই ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের বহুল প্রতীক্ষিত জয় ছিল। সব বিভাগেই আমি আমার শতভাগ দিতে চেয়েছি। আমি আমার ব্যাটিং নিয়ে সন্তুষ্ট। শেষ দিকে এটি দরকার ছিল। আমি ব্যাটসম্যান হিসাবে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। ফিল্ডিং একটি বিভাগ যেখানে আপনি কোনো অজুহাত দেখাতে পারেন না। গত বছরের তুলনায় এই বছর আমি আমার ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি।’
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে