শনিবার, ২৬ মে, ২০১৮, ০১:৫২:৩৯

ছিটকে গেলেন ব্যাটিং জিনিয়াস বাবর আজম, পাকিস্তানের বড় জন্য দু:সংবাদ

ছিটকে গেলেন ব্যাটিং জিনিয়াস বাবর আজম, পাকিস্তানের বড় জন্য দু:সংবাদ

স্পোর্টস ডেস্ক: ছিটকে গেলেন ব্যাটিং জিনিয়াস বাবর আজম, পাকিস্তানের বড় জন্য দু:সংবাদ। ইনজুরির কারণে ইংল্যান্ড সফরে বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। গতকাল লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করার সময় বেন স্টোকসের একটি বল মোকাবেলা করতে গিয়ে তিনি বাঁ-হাতে ব্যথা পান। ব্যক্তিগত ৬৮ রানে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

পরে তার হাত স্ক্যান করা হয়। রিপোর্টে দেখা গেছে, তার হাতে ফ্র্যাকচার ধরা পড়েছে। ইনজুরির কারণে চার-ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাবর আজমকে। এই সফরে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

বাবর আজম ছিটকে যাওয়ায় তার পরিবর্তে হয়তো উসমান সালাহউদ্দিন, ফখর জামান অথবা সামি আসলামের মতো কাউকে দলে নিতে চাইবে পাকিস্তান। ইংল্যান্ড সফর শেষ করে আগামী জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় ও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে