শনিবার, ২৬ মে, ২০১৮, ১১:৪৪:১২

ম্যাচ বাঁচাতে লড়ছে ইংল্যান্ড

ম্যাচ বাঁচাতে লড়ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করার ফর্মটা অবশেষে নিজের দেশের হয়েও কাজে লাগাতে পারলেন জস বাটলার। লর্ডসেই সফরকারী পাকিস্তানের সামনে যখন ইনিংস পরাজয়ের শঙ্কায় ধুঁকছিল ইংল্যান্ড তখন বাটলার বাঁচিয়ে দিলেন স্বাগতিকদের। দারুণ এক হাফ সেঞ্চুরি করলেন তিনি। সঙ্গে নিয়েছেন ডোমিনিক বেজকে। এ দু’জনের জুটিতেই মূলত দ্বিতীয় ইনিংসে লিড নিতে পারলো ইংল্যান্ড।

এ রিপোর্ট লেখার সময় তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা চলছিল। ১১০ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর নিশ্চিত ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল ইংল্যান্ড। এ পরিস্থিতিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯০ রানের জুটি গড়েন বাটলার আর বেজ। ৫৩ রানে অপরাজিত রয়েছেন বাটলার আর ৪২ রান নিয়ে ব্যাট করছেন ডোমিনিক বেজ।

বাটলার-বেজের আগে ইংল্যান্ডকে একার হাতে টেনে নেয়ার চেষ্টা করেন জো রুট। ইংলিশ অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬৮ রানের অনবদ্য ইনিংস। পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আমির আর মোহাম্মদ আব্বাস নেন ২টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন স্পিনার সাদাব খানও।

টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ১৮৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩৬৩ রান করে পাকিস্তান। ১৭৯ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ৬ উইকেট হারিয়ে ২০৫। লিড ২৬ রানের।
এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে