সোমবার, ২৮ মে, ২০১৮, ১২:২৯:৪৭

কেন উইলিয়ামসনের কারণেই আজকে হেরে গেল সাকিবরা

কেন উইলিয়ামসনের কারণেই আজকে হেরে গেল সাকিবরা

স্পোর্টস ডেস্ক: তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস। সাতবারের মতো ফাইনালে ওঠা দলটি জানিয়ে দিল, আইপিএলের রং আসলে হলুদ। শিরোপা লড়াইয়ের ম্যাচে শেন ওয়াটসনের ১১৭ রানের অপরাজিত ইনিংসে সানরাইজার্স হায়দ্রাবাদের ১৭৯ রানের লক্ষ্য পার হয়ে গেল একেবারে অনায়াসে। ম্যাচ জিতে নিল ১১ বল আর ৮ উইকেট বাকি থাকতে।

সাকিবদের জন্য রানটা কম ছিল না। এরপরেই হেসেখেলে জিতে গেল চেন্নাই।

প্রথমে ধীর শুরুর পর যখন ধীরে ধীরে শেন ওয়াটসনের ব্যাটিংয়ে ম্যাচ চেন্নাইয়ের নিয়ন্ত্রনে চলে যাচ্ছিল তখন অধিনায়ক হিসেবে কোন কার্যকর ভুমিকা দেখাননি উইলিয়ামসন। বরং তার অবহেলা পূর্ণ অধিনায়কত্বে হেরে গিয়েছে অরেঞ্জ আর্মিরা।

আইপিএলে এবারের আসরের সবার সেরা বোলিং আক্রমণ নিয়েও এমন হাল। তাদের দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার, রশিদ খান ও সাকিব আল হাসানের মতো বোলার। অথচ তাদের কাউকেই ঠিকমতো ব্যবহার করতে পারলেন না উইলিয়ামসন।

যখন দলীয় ১৬ রানেই ফিরে যান হলুদ জার্সিধারীদের আগের ম্যাচের নায়ক ফ্লাপ ডু প্লেসিস। এরপর চাপটা স্বাভাবিকভাবেই আসার কথা ছিল অন্যদের ওপর। কিন্তু কী হল-হেসেখেলেই জিতে গেল তারা।

আসলে কী উইলিয়ামসন বুঝেন নি ? নাকি তিন পারেননি। দ্রুত প্রথম উইকেট পড়ে যাওয়ার পর চাপ সৃষ্টির মতো কোনো পদক্ষেপ নিতে পারেননি উইলিয়ামসন। আগের ম্যাচগুলোতে পাওয়ার প্লে সাকিব ভালো করলেও তাকে টেনে আনেননি। আর যখন বিশ্বসেরা অলরাউন্ডারকে টানলেন তখন শেন ওয়াটসন ও সুরেশ রায়না ব্যাটে সেট হয়ে গেছেন।

এ দুই ব্যাটসম্যানকে সেট হওয়ার আগে রশিদ খানকে টেনেও চাপ সৃষ্টি করার পথে আগাননি উইলিয়ামসন। ধারাভাষ্যকাররাও এ বিষয়টি বারবার তাদের বর্ণনায় এ বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু উইলিয়ামসনের মাথায় যে কেন বিষয়টি আসেনি তা তিনিই ভালো জানেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে