সোমবার, ২৮ মে, ২০১৮, ১২:৫২:৪৯

আমি যোদ্ধা, খেলব বিশ্বকাপ: সালাহ

আমি যোদ্ধা, খেলব বিশ্বকাপ: সালাহ

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে খেলতে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের বিপক্ষে ইনজুরিতে পড়া সালাহ নিজের ফেসবুকে লিখেছেন, ‘রাতটা কঠিন ছিল। কিন্তু আমি যোদ্ধা। প্রতিকূলতা থাকলেও রাশিয়া বিশ্বকাপে আপনাদের গর্বিত করতে আমি আত্মবিশ্বাসী।’

শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ৩-১ গোলে হেরে যায় লিভারপুল। ওই ম্যাচে ২৬তম মিনিটে দলটির প্রধান খেলোয়াড় সালাহ হাতে ব্যথা পান। বল দখলের লড়াইয়ে রামোস তাকে মার্কে রাখতে গিয়ে হাতের ভেতর হাত ঢুকিয়ে দেন। দুজনই মাটিতে পড়ে যান। সালাহর হাতে তখন মোচড় লাগে। কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও বেশিক্ষণ থাকতে পারেননি। খেলতে চাওয়ার অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে ৩১তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়। বদলি হিসেবে নামেন অ্যাডাম লাল্লানা।

এরপর তাকে নিয়ে মিশর জুড়ে হাহাকার পড়ে যায়। রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা। সেই সালাহ সবাইকে আশ্বস্ত করছেন।

ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন ‘আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাকে শক্তি যোগাবে।’

মিশর তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে টুর্নামেন্ট শুরু হওয়ার পরদিন। ১৫ জুন শুক্রবার তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
 এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে