সোমবার, ২৮ মে, ২০১৮, ০১:২২:২২

সাকিবের ক্যাচ ধরে পুরস্কার জিতলেন রায়না

সাকিবের ক্যাচ ধরে পুরস্কার জিতলেন রায়না

স্পোর্টস ডেস্ক: তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস। সাতবারের মতো ফাইনালে ওঠা দলটি জানিয়ে দিল, আইপিএলের রং আসলে হলুদ। শিরোপা লড়াইয়ের ম্যাচে শেন ওয়াটসনের ১১৭ রানের অপরাজিত ইনিংসে সানরাইজার্স হায়দ্রাবাদের ১৭৯ রানের লক্ষ্য পার হয়ে গেল একেবারে অনায়াসে। ম্যাচ জিতে নিল ১১ বল আর ৮ উইকেট বাকি থাকতে।

আজকে দলের কঠিন পরিস্থিতে ব্যাটিং করতে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান।

চার নম্বর পজিশনে ব্যাট করতে নামা সাকিব যখন অধিনায়ক কেন উইলিয়ামসনকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন তখন মনে হয়েছিল রান দুইশ’ পেরিয়ে যাবে।

তবে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ব্যক্তিগত ৪৭ রানে আউট হয়ে ফেরেন উইলিয়ামসন।

অধিনায়কের বিদায়ের পর বিশেষভাবে দায়িত্ব নিয়ে খেলতে থাকেন সাকিব। কিন্তু ১৬তম ওভারে ডুয়াইন ব্রাভোর বলে সুরেশ রায়নার হাতে দুর্দান্ত ক্যাচে পরিণত হন সাকিব। সাকিবের এই ক্যাচ ধরেই সেরা ক্যাচের পুরষ্কার জিতেন রায়না।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে