সোমবার, ২৮ মে, ২০১৮, ১২:৩৫:৪৮

আইপিএল থেকে আবার চোট নিয়ে ফিরেছেন মুস্তাফিজ

আইপিএল থেকে আবার চোট নিয়ে ফিরেছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান সিরিজের আগে মোস্তাফিজকে নিয়ে সতর্ক কোচ কোর্টনি ওয়ালশ।আফগানিস্তান সিরিজের আগে মোস্তাফিজকে নিয়ে সতর্ক কোচ কোর্টনি ওয়ালশ।আইপিএল থেকে চোট নিয়ে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। আফগানিস্তান সিরিজের আগে এই বাঁহাতি পেসারকে নিয়ে সতর্ক কোর্টনি ওয়ালশ

আইপিএল শেষে দেশে ফিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলটা খুব ভালো কাটেনি এই বাঁহাতি পেসারের। মাঠের বাইরে বসে কাটাতে হয়েছে বেশ কিছু ম্যাচ। মুম্বাইয়ের শেষ ম্যাচে সুযোগ হলেও সে ম্যাচে পায়ের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন। আফগানিস্তান সফরের ক্যাম্পে যোগ দিলেও বুড়ো আঙুলের সমস্যার কারণে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। ভারপ্রাপ্ত হেড কোচ কোর্টনি ওয়ালশ বেশ সতর্ক তাঁকে নিয়ে।

আপাতত দুদিন বিশ্রামে থাকবেন মোস্তাফিজ, ‘এই মুহূর্তে তার পায়ের বুড়ো আঙুলে কিছুটা সমস্যা রয়েছে। সে শতভাগ ফিট নয়। তাকে আপাতত দুই দিনের বিশ্রাম দেওয়া হয়েছে।’

ওয়ালশ অবশ্য আশা করছেন, আফগানিস্তান সিরিজে মোস্তাফিজ তাঁর পুরো সামর্থ্য নিয়েই বোলিং করবেন। উজাড় করে দেবেন প্রতিভার পুরোটা, ‘ভারতে আমরা সেরা ফর্মের মোস্তাফিজকেই চাই। সে অনেক উন্নতি করেছে। সে তার শক্তিও ফিরে পেয়েছে। আমি মনে করি, আফগানিস্তানের বিপক্ষে সে তার পুরো গতি দিয়ে বোলিং করতে পারবে। সে সেখানে ভালো করবে।’

নিদাহাস ট্রফির ফাইনালটা দুঃস্বপ্ন হয়ে এসেছিল রুবেল হোসেনের জন্য। তাঁর শেষ দুই ওভারই ম্যাচটি তুলে দেয় ভারতের হাতে। সেই দুঃস্বপ্ন থেকে বের হয়ে আসার জন্য গোটা দলের সহায়তা পেয়েছেন বাংলাদেশের এই ফাস্ট মিডিয়াম বোলার। নতুন একটা সিরিজ সামনে রেখে বিষয়টা যে জরুরি, সেটা জানিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি, ‘আমাদের সকলের রুবেলের পাশে থাকা উচিত। আমরা আছি। সে হয়তো ভাবছে, আমি বাজে বোলিং করেই দলকে ডোবালাম। কিন্তু আমি মনে করি, সে দলের অন্যতম সেরা বোলার।

ম্যাচে একটি বাজে বল কিংবা একটা বাজে ওভার পুরো ম্যাচের পরিস্থিতি পাল্টে দিতে পারে। নিদাহাস ট্রফির ফাইনালে সে একটা বাজে ওভার করেছিল, এবং সে ওভারের কারণে আমরা শ্রীলঙ্কায় ট্রফি জিততে পারিনি। কিন্তু এগুলো ক্রিকেটেরই অংশ। আমার ভালো লাগছে, সে যা করতে চায়, সেটাই করার চেষ্টা করে যাচ্ছে। নিদাহাস ট্রফির ফাইনালের মতোই যদি কোনো পরিস্থিতি আসে, তাহলে সে সেই পরিস্থিতি মোকাবিলা করতে অনেক বেশি প্রস্তুত হয়েই থাকবে।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে