সোমবার, ২৮ মে, ২০১৮, ০১:৫৮:৪০

এবারের আইপিএলে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন যে ৫ ক্রিকেটার

এবারের আইপিএলে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন যে ৫ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: শেষ হয়েছে টাকার খেলা আইপিএলের এবারের ট্রুনামেন্ট। আর এই ট্রুনামেন্টের এবারের আসরের শিরোপা জিতে নিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। নির্বাসন থেকে ফিরেই শিরোপা জিতে দলটি। তবে এবারের আসরে বেশি কিছু তারকা ব্যাট হাতে চমক সৃষ্টি করেন। চলুন দেখে নেই তেমনই তারকা কারা। এবারের আইপিএলে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন যে ৫ ক্রিকেটার-

১. উইলিয়ামসন: নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হয়েছেন। ১৭ ম্যাচে ৫২.৫০ এভারেজে ৭৩৫ রান করেছেন তিনি। অথচ আইপিএলের শুরুর আগে সেরা রান সংগ্রাহক হবেন উইলিয়ামসন এমনটা হয়তো ভাবেনি কেউই।

২. জস বাটলার: আইপিএলের আরেক বিস্ময় তৈরি করেছেন ইংলিশ এই তারকা। টানা ৫টি হাফসেঞ্চুরী করেছেন বাটলার এই আই্পিএলে। সব মিলিয়ে করেছেন ৫৪৮ রান।

৩. রিশাব পান্ট: এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই তারকা। ১৪ ম্যাচে ৬৮৪ রান করেছেন তিনি। তবে একটা জায়গায় পেছনে ফেলেছেন সবাইকে। ছক্কা হাকিয়েছেন সর্বোচ্চ ৩৭টি। এমনকি সবচেয়ে বেশি চারও এসেছে তার ব্যাট থেকে। ৬৮টি চার মেরেছেন তিনি।

৪. ক্রিস গেইল: এবারের আইপিএলে চমকের নাম গেইল। তবে সচরাচর তালিকার শীর্ষের দিকে অবস্থান করা গেইল আছেন এবারের তালিকায় ১৯ নম্বরে। ১১ ম্যাচে তার রান ৩৬৮টি।

৫. বিরাট কোহলি: আইপিএলে সবচেয়ে বাজে অধিনায়কের খেতাব পেয়েছেন তিনি। তবে ব্যাট হাতে নিজের কাজটাও করেছেন ভালো ভাবেই। ১৪ ম্যাচে ৫৩০ রান করেছেন বাজে এই অধিনায়ক।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে