সোমবার, ২৮ মে, ২০১৮, ০২:০৭:৩৮

পরিসংখ্যানে একাদশ আইপিএল

পরিসংখ্যানে একাদশ আইপিএল

স্পোর্টস ডেস্ক: শেষ হলো একাদশ আইপিএল। টান টান উত্তেজনার ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার শিরোপা জিতল চেন্নাই সুপার কিংস। সেই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে তিনবার শিরোপা জয়ের রেকর্ড করল চেন্নাই।

এবারের আইপিএল ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ আইপিএল। প্লে-ওফের আগে প্রথম পর্বের শেষ পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। প্লে-অফে কারা খেলবে তা জানতে অপেক্ষা করতে হয়েছে লিগ পর্বের একেবারে শেষ ম্যাচ পর্যন্ত। এবারের আইপিএলে সবলিমিয়ে ১৯,৯০১ রান সংগ্রহ করেছে ব্যাটসম্যানরা। ফিফটি এসেছে ১০১টি। শতক এসেছে পাঁচটি। ফাইনালের হিরো শেন ওয়াটসন সর্বোচ্চ দুইটি শতক হাঁকিয়েছেন। এছাড়াও এবারের আসরের অরেঞ্জ ক্যাপ জিতেছেন ৭৩৫ রান করে কেন উইলিয়ামসন। আর পার্পেল ক্যাপ জিতেছেন ২৪ উইকেট নিয়ে অ্যাণ্ড্রু টাই।

এবারের আইপিএল সাকিবের সবচেয়ে সেরা আইপিএল ছিল। সাকিব এবার ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২৩৯ রান। ছয় মেরেছে ৫টি এবং চার মেরেছেন ২৬টি। ক্যাচ ধরেছেন ৩টি। এছাড়াও এবারে আসরের শুরুতে বিরল রেকর্ডেরও মালিক হয়েছেন সাকিব। টি২০’তে ৩০০ উইকেট ও ৪ হাজার রানের কীর্তি গড়েছেন। সবমিলে এবারের আইপিএল সাকিবের জন্য দারুণ কেটেছে সাকিবের। এর আগে এক আসরে সাকিবের সর্বোচ্চ রান ছিল ২২৭ রান ও ১২ উইকেট।

আসুন চোখ বুলিয়ে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য-পরিসংখ্যানেও৷ পরিসংখ্যানে একাদশ আইপিএল-

সংখ্যাতত্বে একাদশ আইপিএল
ফাইনাল
চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস
রানার্স: সানরাইজার্স হায়দরাবাদ
পারফেক্ট ক্যাচ অফ দ্য ম্যাচ: সুরেশ রায়না
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ: শেন ওয়াটসন
স্টাইলিস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ: লুঙ্গি এনগিদি
উদ্ভাবনী পুরস্কার (ম্যাচ): মহেন্দ্র সিং ধোনি
ম্যান অফ দ্য ম্যাচ: শেন ওয়াটসন

পুরো একাদশ আইপিএল
ব্যাটিং
অরেঞ্জ ক্যাপ: কেন উইলিয়ামসন (৭৩৫)
মোট রান:  ১৯,৯০১।
মোট ফিফটি: ১০১টি
মোট সেঞ্চুরি: ৫টি
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: ঋষভ পন্ত (অপরাজিত ১২৮)
সর্বাধিক ছক্কা: ঋষভ পন্ত (৩৭)
সর্বাধিক চার: ঋষভ পন্ত (৬৮)
সর্বোচ্চ দলগত ইনিংস: কেকেআর (২৪৫/৬)
সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন: সুনীল নারিন

বোলিং
পার্পেল ক্যাপ: অ্যান্ড্রু টাই (২৪ উইকেট)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: সুনীল নারিন
সর্বাধিক উইকেট: অ্যান্ড্রু তাই (২৪)
সেরা বোলিং: অঙ্কিত রাজপুত (৫/১৪)
সর্বাধিক ডট বল: রশিদ খান (১৬৭)

অন্যান্য
এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার: ঋষভ পন্ত
ফেয়ার প্লে ট্রফি: মুম্বাই ইন্ডিয়ান্স
পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন: ট্রেন্ট বোল্ট
স্টাইলিস্ট প্লেয়ার অফ দ্য সিজন: ঋষভ পন্ত
উদ্ভাবনী পুরস্কার (সিজন): মহেন্দ্র সিং ধোনি
সেরা মাঠ ও পিচ: ইডেন গার্ডেন্স
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে