সোমবার, ২৮ মে, ২০১৮, ০২:১০:৩৪

ব্যাট হাতে ধোনির কপালে ভাজের সৃষ্টি করেন সাকিব

ব্যাট হাতে ধোনির কপালে ভাজের সৃষ্টি করেন সাকিব

স্পোর্টস ডেস্ক: শুরুটা করেছিলেন দারুণ। মুখোমুখি প্রথম বলেই চার। কিন্তু ইনিংসটা বড় করতে পারলেন না সাকিব আল হাসান। আইপিএলের ফাইনালে ১৫ বলে ২৩ রান করে আউট হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার সন্ধ্যায় শিরোপা নির্ধারণী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছিল সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। নবম ওভারে দলীয় ৬২ রানে শিখর ধাওয়ান দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরে যাওয়ার পর চার নম্বরে নামেন সাকিব।

বাঁহাতি ব্যাটসম্যান মুখোমুখি প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে কাট শর্টে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন। জাদেজার পরের ওভারে পরপর দুই বলে হাঁকান ছক্কা ও চার। কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকানোর পর লং অন দিয়ে মারেন চার। ব্যাট হাতে ধোনির কপালে ভাজের সৃষ্টি করেন সাকিব।

এরপর অবশ্য আর বাউন্ডারি মারতে পারেননি সাকিব। ১৬তম ওভারে ডোয়াইন ব্রাভোর ফুল টস বলে কভারে সুরেশ রায়নাকে ক্যাচ দিয়ে ফেরেন। ১৫ বলে ২ চার ও এক ছক্কায় ২৩ রানের ইনিংসটি সাজান সাকিব।

হায়দরাবাদ অবশ্য লড়াইয়ের ভালো পুঁজিই পেয়েছে। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান করেছে তারা। অধিনায়ক কেন উইলিয়ামসন ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন সর্বোচ্চ  ৪৭ রান। এ ছাড়া ইউসুফ পাঠান ২৫ বলে ৪৫ (৪ চার, ২ ছক্কা) ও কার্লোস ব্রাফেট ১১ বলে ২৫ রানে (৩ ছক্কা) অপরাজিত ছিলেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে