বুধবার, ১৩ জুন, ২০১৮, ০৯:১৪:৩৪

সাকিব-মুশফিক নয়, অধিনায়ক হিসাবে বিসিবির সভায় যার নাম প্রস্তাব করেন বেশিরভাগ কর্তা

সাকিব-মুশফিক নয়, অধিনায়ক হিসাবে  বিসিবির  সভায় যার নাম প্রস্তাব করেন  বেশিরভাগ কর্তা

স্পোর্টস ডেস্ক: গতকাল বিসিবির এক বোর্ড সভায় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল পাপন বসেন কর্তাদের সাথ। এই বৈঠকে যে বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়কের নাম।

বিসিবির এই সভায় বেশিরভাগ কর্তা নতুন অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহর নাম প্রস্তাব করেন। উইন্ডিজ সিরিজের এই পরিবর্তন দেখতে চান তারা। তবে এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে ২-১ দিনের ভিতরেই। আজ কালকের মধ্যেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হবে।

তবে টি টুয়েন্টিতে সাকিবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও টেস্টে দলের নেতৃত্বভার তাঁর কাঁধেই থাকছে সেটি নিশ্চিত।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বেশ বড়সড় একটি ধাক্কা খেতে হয়েছে বাংলাদেশ দলকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন ক্যারিবিয়ানদের বিপক্ষে আগামী ৪ঠা জুলাই অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানের খেলা অনেকটা অনিশ্চিত। তবে মোস্তাফিজের ফিটনেস চেক করার জন্য শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে