বুধবার, ১৩ জুন, ২০১৮, ০২:৩৭:২৭

মহাবিতর্কে সালাহ

মহাবিতর্কে সালাহ

স্পোর্টস ডেস্ক: মাস খানিক আগের কথা জার্মান দুই খেলোয়ারকে নিয়ে বেশ তুলোধূনা হয়ে গেল জার্মানীতে। কারণ ওই খেলোয়াড়ের মা বাবার বাড়ি তুরস্কে আর তারা ইংল্যান্ডে তুরস্কের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন আর ছবি তুলেছেন।তবে এবার বিশ্বকাপে মিসরিয় মেসি কাদিরভের সাথে তুললেন ছবি আর সাথে সাথেই তা ভাইরাল হয়ে গেল শ্যোসাল মিডিয়াতে। মহাবিতর্কে সালাহ।

কাদিরভ আদতে আরব দেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরই দূত,এরকম একটা জল্পনা শোনা যায়। সাধারণ মানুষের উপর অত্যাচার চালানোর অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র কাদিরভকে ব্ল্যাকলিস্ট করার পর ফেসবুক এবং ইনস্টাগ্রামেও তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়।এমনকী চেচেনের কারাগারে তাঁর বিরুদ্ধে সমকামীদের উপর অত্যাচার করার অভিযোগও আছে। ঘটনা হল, এরকম বিতর্কিত চরিত্রের সঙ্গে সালাহ ছবি তুইলেই তা বিতর্কের জন্ম দেয়।

যদিও হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে ফিফার কাছে আবেদন করা হয়েছিল যে, চেচনিয়া থেকে বিশ্বকাপের বেস ক্যাম্প সরাতে। কিন্তু ফিফা তাতে কর্ণপাত করেনি এবং যার ফলে অসন্তোষের স্ফুলিঙ্গও তীব্রভাবে ছড়িয়েছে। যার পরিণতি গত সোমবার হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপিয়ান মিডিয়া ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রোহলেনের টুইট। যেখানে তিনি শ্লেষাত্মকভাবে লিখে দেন, যা ভেবেছিলাম তাই হল। কিছু অত্যাচারী আর খুনিকে বিশ্বমঞ্চে প্রোমোট করা হচ্ছে। এ হেন প্রেক্ষাপটে চেচেন লিডারের কাদিরভের সঙ্গে সালাহর ছবি।

উল্লেখ্য, মানুষের জন্ম গত অধিকার খর্ব করে অনেক দিন থেকে চেচনিয়া খবরের শিরোনামে।২০১৮ রাশিয়ার বিশ্বকাপে মোহাম্মদ সালাহকে মেসি নেইমার রোনালদোর সাথেই ধরা হয়।কিন্তু এই বিতর্কের পর সে চিত্র পাল্টাতে শুরু করেছে?
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে