বুধবার, ১৩ জুন, ২০১৮, ০৪:৩০:২২

'গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গ্রুপ ই থেকে ব্রাজিল'!

'গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গ্রুপ ই থেকে ব্রাজিল'!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আটটি গ্রুপে ভাগ হয়ে শিরোপার জন্য প্রাথমিক লড়াই শুরু করবে ৩২টি দল। তার মধ্যে ১৬টি দল বিদায় নিবে গ্রুপ পর্ব থেকেই। আর বাকি ১৬টি দল যাবে পরের রাউন্ডে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে।

এরমধ্যে অপটা প্রতিটি গ্রুপ থেকে কারা যাবে দ্বিতীয় রাউন্ডে এবং কে হবে চ্যাম্পিয়ন-রানার্সআপ তার জরিপ করেছে। চলুন দেখেনেই তাদের হিসাবে কারা যাচ্ছে পরের রাউন্ডে।

গ্রুপ এ: চ্যাম্পিয়ন উরুগুয়ে, রানার্সআপ মিশর।

গ্রুপ বি: চ্যাম্পিয়ন স্পেন, রানার্সআপ পর্তুগাল।

গ্রুপ সি: চ্যাম্পিয়ন ফ্রান্স , রানার্সআপ পেরু।

গ্রুপ ডি: চ্যাম্পিয়ন আর্জেন্টিনা , রানার্সআপ ক্রোয়েশিয়া।

গ্রুপ ই: চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ সার্বিয়া।

গ্রুপ এফ: চ্যাম্পিয়ন জার্মানী, রানার্সআপ সুইডেন।

গ্রুপ জি: চ্যাম্পিয়ন বেলজিয়াম, রানার্সআপ ইংল্যান্ড।

গ্রুপ এইচ: চ্যাম্পিয়ন কলম্বিয়া, রানার্সআপ জাপান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে