বুধবার, ১৩ জুন, ২০১৮, ০৬:০৭:৩০

যাতে করে খেলার গতি নষ্ট না হয়, সেই জন্য এবারের বিশ্বাকাপে এই সিদ্ধান্ত

যাতে করে খেলার গতি নষ্ট না হয়, সেই জন্য এবারের বিশ্বাকাপে এই সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক: অফসাইডের পতাকা উঠলেই হলো, খেলা সেখানেই শেষ। দুর্দান্ত গোল অনেক সময় ভেনিস হয়ে যায় অফসাইডের ফাঁদে পড়ে। তবে অফসাইড যে সব সময় সঠিক হয় তেমনটাও নয়। অনেক সময় রেফারির ভুলে খেলার গতিই নষ্ট হয়ে যায়।

তবে বিশ্বকাপে যেন তেমনটা না হয় সেজন্যই ব্যবস্থা নিচ্ছে ফিফা। লাইন্সম্যানদের বলে দেয়া হয়েছে, একমাত্র শতভাগ নিশ্চিত না হয়ে যেন অফসাইডের পতাকা না উঠায়। যদি শতাভাগ নিশ্চিত হয় তাহলেই অফসাইডের পতাকা উঠাতে বলা হয়েছে তাদের। যাতে করে খেলার গতি নষ্ট না হয়, সেই জন্য এবারের বিশ্বাকাপে এই সিদ্ধান্ত।

কিন্তু যদি অফসাইড হলো, কিন্তু রেফারি দোটানায় থেকে পতাকা তুলল না এবং সেখান থেকে গোল হলো তখন কি হবে?

সেটা নিয়েও চিন্তা নেই। যদি গোল হয় তখন ভিডিও রেফারি পরীক্ষা করে দেখবে সেটা কোন অফসাইড ছিল কি না। যদি অফসাইড হয় তখন গোল বাতিল করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে