বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮, ০১:১৩:০২

বাংলাদেশের যে ৩টি চ্যানেল দেখাবে বিশ্বকাপ

বাংলাদেশের যে ৩টি চ্যানেল দেখাবে বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: ‘দ্যা গ্রেট শো অন আর্থ’ নামে খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি মাত্র। ফিফার ২১তম আসরের প্রথম দিনে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে এশিয়ার প্রতিনিধি সৌদি আরব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর আধা ঘন্টা আগে অর্থাৎ রাত সাড়ে ৮টায় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী কনসার্টে বিখ্যাত তারকা রবি উইলিয়ামস থাকছেন। এছাড়াও রাশিয়ান গায়িকা এইডা গরিফুল্লিনা থাকছেন। এছাড়াও থাকছেন ব্রাজিলকে দুবার বিশ্বকাপ জেতানো তারকা ফুটবলার রোনালদো।

পুরো বিশ্বের মতো বিশ্বকাপের আমেজ থেকে বাদ যায়নি বাংলাদেশ। এদেশে বেশির ভাগ মানুষের মাঝে রয়েছে ফুটবলের প্রতি এক গভীর ভালবাস।তাই প্রতিবারের বিশ্বকাপের মতো এবারো বিভক্ত হয়ে যায় ব্রাজিল ,আর্জেন্টিনা জার্মানির মতো শক্তিশালি কিছু দেশের সর্মথনে। আর ঘরে বসে খেলা দেখতে সকলেই নিচ্ছে একটি বাড়তি উন্মোদনা। তাই অনেকেই নতুন টিভি কিনছে।

কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের কোন কোন টিভি চ্যানেল গুলোতে দেখবেন বিশ্বকাপের ম্যাচগুলো?
এবারের বিশ্বকাপে বাংলাদেশের তিনটি চ্যানেল ম্যাচগুলো সম্প্রচারের অনুমতি পেয়েছে।
১.বিটিভি
২.মাছরাঙ্গা ও
৩.নাগরিক টিভি।
এছাড়াও ভারতীয় টিভি চ্যানেলগুলো সনি পিকচার নেটওয়ার্ক বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখানোর অনুমতি পেয়েছে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে