শনিবার, ১৬ জুন, ২০১৮, ০৫:২১:১৩

আজকের ম্যাচে মেসির ব্যাপারে এইমাত্র পাওয়া গেল একটি খারাপ খবর

আজকের ম্যাচে মেসির ব্যাপারে এইমাত্র পাওয়া গেল একটি খারাপ খবর

স্পোর্টস ডেস্ক: আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা সবশেষ বিশ্বকাপ জেতে ১৯৮৬ সালে। সেবার ডিয়েগো ম্যারাডোনার কাঁধে চড়ে শিরোপা ঘরে তোলে তারা। এবার লিওনেল মেসিকে ঘিরে আবারো আনন্দ উৎসব করার স্বপ্ন দেখছেন আর্জেন্টাইনরা। এজন্য তো তাকে দিতে হবে জোরালো সমর্থন। সঙ্গত কারণে একাদশ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

এদিতে গত রাতে স্পেনের বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। দারুণ এই হ্যাটট্রিক করে লিওনেল মেসির উপর প্রত্যাশার চাপটা আরও বাড়িয়ে দিয়েছেন তিনি।

তবে আজকের ম্যাচে মেসির ব্যাপারে এইমাত্র পাওয়া গেল একটি খারাপ খবর, প্রতিদ্বন্দ্বী রোনালদোর মতো বিশেষ কিছু করতে হলে তাকে আগে ডিঙাতে হবে এক লবণ শ্রমিকের বাধা! হ্যাঁ আইসল্যান্ড কোচ মেসিকে চাপে রাখতে যার কাঁধে দায়িত্ব দিয়েছেন, সেই ভিরকির মার সায়েভারসন পেশায় একজন লবণ শ্রমিক। ফুটবল খেলার পাশাপাশি কাজ করেন আইসল্যান্ডের একটা লবণের গুদামে!

বুঝতেই পারছেন ভিরকির মার সায়েভারসনের কাঁধ বড় শক্ত। শক্ত তার পা জোড়াও। এমনিতে রাইট-ব্যাক হিসেবেই বেশি পরিচিত। তবে খেলতে পারেন লেফট-ব্যাক হিসেবেও। মেসিকে আটকানোর জন্য বিশেষ কিছু কাজও করেছেন। তবে তা একদমই প্রকাশ করেননি।

ভিরকির মার সায়েভারসনের ভাষায়, ‘মেসি বিশ্বসেরা খেলোয়াড়। তাকে আটকানোটা কঠিন। তবে আমরা চেষ্টা করব, তাকে জায়গা না দেওয়ার। সত্যি বলতে, তাকে থামানোর জন্য আমরা বিশেষ কিছু কাজও করেছি। আশা করি মাঠেই তার প্রমাণ পাবেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে