রবিবার, ১৭ জুন, ২০১৮, ০১:৪৩:৩৬

মেসির পেনাল্টি মিস নিয়ে যা বললেন কোচ

মেসির পেনাল্টি মিস নিয়ে যা বললেন কোচ

স্পোর্টস ডেস্ক: এই মেসিকে সবাই চেনে আর্জেন্টিনার ত্রাতা হিসেবে। উদ্ধার কর্তা। দলের বিপদের সময়ে যেমন বাছাইপর্বে গোল করে বাঁচিয়েছিলেন। ২০১৪ সালে যেমন ইরান-নাইজেরিয়ার বিপক্ষে গোল করে বাঁচিয়েছিলেন। তেমন বিপদে এগিয়ে আসবেন দলকে রক্ষা করতে। কিন্তু সেই মেসি হলো আর্জেন্টিনার ’দুঃস্বপ্নের গল্প’। পেনাল্টি মিস করে দলকে জয় বঞ্চিত করলেন এই তারকা। 

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ১-১ ড্র ধাক্কাই। ৬৪ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি মিস করেন। মেসি এর আগে যে পেনাল্টি মিস করেননি তা তো নয়। মেসি এ পর্যন্ত ২৩ বার পেনাল্টি হাতছাড়া করেছেন। পেনাল্টি মিস করায় মেসিকে খুব হতাশ দেখিয়েছে। হতাশ আর্জেন্টিনা কোচও। তবে তিনি এটাকে শ্রেফ একটি সংখ্যা মনে করেন। 

তিনি বলেন, ‘সামনে আমাদের দলে আরও বিকল্প বের করতে হবে। আমাদের গ্রুপটা  অন্যদের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পেনাল্টি মিস মেসি একটা ভুল মাত্র। এখন তা অতীত হয়ে গেছে। ফুটবলে এমন হবেই। দল হিসেবে আমাদের আরও শক্তিশালী হতে হবে। নিজেদের ওপর আস্থা রাখতে হবে। আমাদের হাতে যে খেলোয়াড় আছে, তা দিয়ে যেকোনো দলকে হারানো সম্ভব এটা বিশ্বাস করতে হবে।’ 

আর অাইসল্যান্ড গোলরক্ষক বলেন তিনি এর আগে মেসির পেনাল্টি নিয়ে ঘাটাঘাটি করেছেন। হোল্ডারসন, ‘আমি ভালোভাবে অনুশীলন করেছি। তার আগের পেনাল্টি দেখেছি। আমি পেনাল্টিগুলোয় কিভাবে ঠেকায় তা দেখেছি। যাদের পেনাল্টি রুখেছি তাদের মনের অবস্থা নিয়ে চিন্তা করেছি। আমার মনে হয় আর্জেন্টাইনরা গোল না পেয়ে কিছুটা হতাশ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে