রবিবার, ১৭ জুন, ২০১৮, ০৫:০৮:৩১

নেইমার শুধু কাগজে-কলমে, আজ অধিনায়কত্ব করবেন মার্সেলো!

নেইমার শুধু কাগজে-কলমে, আজ অধিনায়কত্ব করবেন মার্সেলো!

স্পোর্টস ডেস্ক: নেইমার শুধু কাগজে-কলমে, আজ অধিনায়কত্ব করবেন মার্সেলো! গত ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল। সেই বিশ্বকাপের সেমি ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারে নেইমাররা। তবে সেই দুঃসময় পেছনে ফেলে ব্রাজিল এখন অনেক পরিণত ও সুসংহত দল। বাছাইপর্বে দারুণ খেলে প্রথম দল হিসেবে রাশিয়ার টিকিট নিশ্চিত করেছিল তারা।

তবে সংসয় ছিলো গত ফেব্রুয়ারিতে নিজের ক্লাব পিএসজির হয়ে খেলার সময় চোটাক্রান্ত নেইমার নিয়ে। তারপর তাকে চিকিৎসা ও পুনর্বাসনে রাখে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। ২৬ বছর বয়সী এই ফুটবলারের অস্ত্রোপচারের পর মে’র মাঝামাঝিতে তিনি পূর্ণ প্রশিক্ষণে ফিরে আসেন।

তা্ই এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবীদার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় রস্তোভে সুইজারল্যান্ডের বিপক্ষে ‘হেক্সা’ মিশনে নামবে তিতের শিষ্যরা। এর আগে ৮ বার মুখোমুখি হয়েছিল দুই দল। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৩ বার, আর সুইজারল্যান্ড ২ বার। সর্বশেষ দেখা হয়েছিল ২০১৩ সালে। সেবার ১-০ গোলে হেরেছিল ব্রাজিল।

তবে ব্রাজিলের স্কোয়াডে অধিনায়ক হিসেবে লেখা আছে নেইমারের নাম। কিন্তু সেটা শুধু কাগজে-কলমেই। ব্রাজিল কোচ তিতে আসলে অধিনায়কত্বের আমর্ব্র্যান্ড দেন রোটেশন পদ্ধতিতে ম্যাচ ভিত্তিতে। একেক ম্যাচে একেকজন অধিনায়ক! এ কারণেই প্রশ্নটা ঘুরছিল বাতাসে, বিশ্বকাপেও কি রোটেশন পদ্ধতিই বেছে নেবেন তিতে? নাকি পুরো টুর্নামেন্টে অধিনায়ক করবেন একজনকে? প্রশ্নটার যথার্থ উত্তর এখনো মিলেনি। তবে আজ নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করবেন কে, সেই প্রশ্নের উত্তর মিলেছে। ব্রাজিল দলের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে, নেইমার নন, আজ সুইজারল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব করবেন মার্সেলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে