রবিবার, ১৭ জুন, ২০১৮, ০৭:২৮:৪০

দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল

দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে কোস্টা রিকার অবস্থান ২৩, আর সার্বিয়া ৩৪। এর আগে কখনো দুই দল মুখোমুখি হয়নি। মধ্য আমেরিকার দেশ কোস্টা রিকা পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। সর্বশেষ ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল দলটি। যা টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ সাফল্য।

ব্রায়ান রুইজ ও ব্রায়ান ওভিডিওর পাশাপাশি রয়েছেন কেইলর নাভাস। রিয়াল মাদ্রিদের হয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন ৩১ বছর বয়সী এই গোলকিপার। তবে সম্প্রতি বিশ্বকাপের প্রীতি ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি।

এবারই প্রথম বারে মত রোববার (১৭ জুন) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়া কোস্টারিকা-সার্বিয়ার। ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোল শূন্য ড্রতেছ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল হলো। খেলার ৫৬ মিনিটে আলেক্সান্দর কোলারভ ফ্রি-কিক থেকে গোল করে সার্বিয়াকে এগিয়ে নেন।

‘ই’ গ্রুপের বাকী দুই দলও ব্রাজিল ও সুইজারল্যান্ডও বিশ্বকাপ আসর শুরু করবে রোববার।

কোস্টারিকা একাদশ:
কেইলর নাভাস, জনি আকোস্তা, গিয়ানকার্লো গনসালেস, অস্কার দুয়ার্তে, ক্রিস্তিয়ান গামবুয়া, সেলসো বোর্হেস, দাভিদ গুসমান, ফ্রান্সিসকো কালভো, ব্রায়ান রুইস, ইয়োহান ভেনেগাস, মার্কো ইউরেনা

সার্বিয়া একাদশ:
ভ্লাদিমির স্তোয়কোভিচ, ব্রানিস্লাভ ইভানোভিচ, নিকোলা মিলেনকোভিচ, দুসকো তোসিচ, আলেকসান্দর কোলারভ, লুকা মিলিভোয়েভিচ, নেমানিয়া মাতিচ, সের্গেই মিলিনকোভিচ-সাভিচ, দুসান তাদিচ, আলেকসান্দর মিত্রোভিচ, আদেম লিয়াইয়িচ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে