রবিবার, ১৭ জুন, ২০১৮, ০৮:০৯:০১

কোলারভের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সার্বিয়া

কোলারভের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সার্বিয়া

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে কোস্টা রিকার অবস্থান ২৩, আর সার্বিয়া ৩৪। এর আগে কখনো দুই দল মুখোমুখি হয়নি। মধ্য আমেরিকার দেশ কোস্টা রিকা পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। সর্বশেষ ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল দলটি। যা টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ সাফল্য।

এবারই প্রথম বারে মত রোববার (১৭ জুন) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়া কোস্টারিকা-সার্বিয়ার। ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোল শূন্য ড্রতেছ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেলো সার্বিয়া। খেলার ৫৬ মিনিটে আলেক্সান্দর কোলারভ ফ্রি-কিক থেকে গোল করে সার্বিয়াকে এগিয়ে নেন। সামারা এরিনা স্টেডিয়ামে দুই দলের ম্যাচ চলে সমানে সমানে।

শেষ পর্যন্ত কোস্টা রিকার সার্বিয়ার জালে বল পাঠাতে ব্যর্থ হয়। কোস্টারিকার বিপক্ষে আলেক্সান্দর কোলারভের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সার্বিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে