রবিবার, ১৭ জুন, ২০১৮, ১০:০৫:৩৮

রোনালদো-৩, মেসি-০, নেইমার?

রোনালদো-৩, মেসি-০, নেইমার?

স্পোর্টস ডেস্ক: রোনালদো-৩, মেসি-০, নেইমার? বিশ্বকাপে লড়াইটা দলগুলোর মধ্য হলেও, তারকাদের মধ্যেও লড়াইটা চলে। বিশ্বকাপে রোনালদো নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছে কিন্তু মেসি সেভাবে জ্বলেই উঠতে পারেনি। আজ রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে, আর সে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা প্রবল। তাই একটা প্রশ্ন উঠে আসছে- নেইমার কি ছাড়িয়ে যাবেন রোনালদোকে?

মেসি-রোনালদো দুইজনকেই বলা হয় সেরা গোলদাতা। পেনাল্টি থেকেও গোল আদায়ে দুইজনই সেরা। কিন্তু মেসি জাতীয় দলের জার্সিতে বরাবরই দুর্বল। গত কোপা আমেরিকাতেও মেসি পেনাল্টি থেকে গোল মিস করেন। অন্যদিকে জাতীয় দল থেকে শুরু করে ক্লাব পর্যায়ে সব জায়গায় রোনালদো পেনাল্টিতে মেসি থেকে এগিয়ে রয়েছেন। বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধেও পেনাল্টি থেকে গোল করে দলকে বিপদ মুক্ত করেন।

আর নেইমারও কম যান না। দীর্ঘ ছয় মাসের ইনজুরি থেকে ফিরেই প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলেছে নেইমার। ক্রোয়াশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই গোল পেয়েছেন। ইনজুরিতে পড়ার আগে ক্লাব ফুটবলেও পিএসজির হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন। আর ইনজুরি থেকে ফেরার পর নেইমারের খেলার ধার মনে হয় আরও বেড়ে গেছে। তাই নেইমারকে নিয়ে ভক্তরা আশা করতেই পারে। তাছাড়া নেইমারকে রোনালদো-মেসির যোগ্য উত্তসূরিও বলা হয়।

তাই আজ কি নেইমার ছাড়িয়ে যাবেন রোনালদো-মেসিকে?

এদিকে, দলের বিপদের সময় নেইমার বেশিরভাগ সময়ই দলকে উদ্ধার করেছেন। তাছাড়া ব্রাজিলের অধরা অলিম্পিক ফুটবলে স্বর্ণ নেইমারের হাত ধরেই এসেছে। শুধু তাই নয় নেইমার যে কয়টি টুর্মামেন্টে ব্রাজিলের হয়ে শেষ পর্যন্ত খেলেছেন সবকটিতেই জিতেছে ব্রাজিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে