রবিবার, ১৭ জুন, ২০১৮, ১১:০৯:৫৪

আজ ঘটে গেলো বিশ্বকাপের প্রথম অঘটন, জার্মানির হোঁচট!

আজ ঘটে গেলো বিশ্বকাপের প্রথম অঘটন, জার্মানির হোঁচট!

স্পোর্টস ডেস্ক: আজ ঘটে গেলো বিশ্বকাপের প্রথম অঘটন, জার্মানির হোঁচট! রাশিয়া বিশ্বকাপের প্রথম অঘটন ঘটাল মেক্সিকো। ১-০ গোলে জার্মানিকে হারিয়ে মেক্সিকো উল্লাসে ফেটে পড়ে। দলের পক্ষে জয় সূচক গোল করেন মেক্সিকোর লাজানো। 

ম্যাচের শুরু থেকেই দুই দল পাওয়ার ফুটবল খেলতে থাকে। খেলার শুরুতেই মেক্সিকোর সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। জার্মানির ডি-বক্সে মেক্সিকো শট নেয়ার আগেই বোয়েটেং শুয়ে পরে জার্মানি দলকে গোল হজম করা থেকে বাঁচিয়ে দেন। খেলার ১৩ মিনিটে এক ফ্রি কিক থেকে মেক্সিকো সহজ সুযোগ মিস করে। কিন্তু জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়ার শটটি দুর্দান্ত ভাবে রুখে দেন।

১৭ মিনিটের সময় এক কাউন্টার অ্যাটাক থেকে জার্মানির ডি-বক্স খালি পেয়েও গোল করতে ব্যর্থ হয় মেক্সিকো। দুই দলই একের পর এক কাউন্টার অ্যাটাক দিতে থাকে। কিন্তু মেক্সিকোর কাউন্টার অ্যাটাক ঠিকই কাজে লাগে যায়। জার্মানিকে চমক দিয়ে কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচের ৩৫ মিনিটে লাজানো জয় সূচক গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। গোল হজমের পর বেশকিছু সহজ সুযোগ মিস করে জার্মানি।

প্রথমার্ধে জার্মানি ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে। দ্বিতীয়ার্ধে জার্মানি পাওয়ার ফুটবল ছেড়ে পজেসন ফুটবল খেলতে শুরু করে। এতে খেলায় ধীর গতি আসলেও বল বেশিরভাগ সময় নিজেদের দখলে রাখে জার্মানি। যার কারনে মেক্সিকো কিছুটা খেলায় পরিবর্তন এনে ডিফেন্সিভ খেলতে থাকে।

দলীয় ৫৬ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় মেক্সিকো। কিন্তু কাউন্টার অ্যাটাকের সুযোগ পেয়েও মেক্সিকো সেখান থেকে গোল আদায়ে ব্যর্থ হয়। অবশ্য ৬৭ মিনিটে জার্মানিরও এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিলো। কিন্তু সেই সুযোগটি মিস করে ড্রেক্সলার। খেলা শুরুর ৮৮ মিনিটে আবারও সুযোগ মিস করে জার্মানি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় ওজিল-মুলারদের। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে