রবিবার, ১৭ জুন, ২০১৮, ১১:৩১:০০

বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার না খেলার কারণ তাহলে এই!

বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার না খেলার কারণ তাহলে এই!

স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দিন কঠিন হচ্ছে দিনের পর দিন। অস্ট্রেলিয়ানরা এর জন্য দোষারপ করতে পারেন স্মিথ এবং ওয়ার্নারের না থাকাকে। কিন্তু তারা সহ যে অস্ট্রেলিয়া দুর্বল দল সেটা আগেই প্রমানিত করেছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার না খেলার কারণ তাহলে এই!

ইংল্যান্ডের সাথে হেরে এবার র‍্যাংকিং বেশ নিচেই নেমে গিয়েছে অস্ট্রেলিয়া দলের।  দুই ম্যাচ হারায় অজিরা র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর থেকে নেমে এসেছে ছয় নম্বরে। ১০২ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অজিদের অবস্থান।

এদিকে আইসিসি র্যাঙ্কিংয়ে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ দল। সিরিজের বাকি তিন ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জিতলে অজিরা পাঁচ নম্বরে উঠে আসবে।

একই সাথে চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের সাথে রেটিং পয়েন্টের ব্যবধান কমে আসবে। কিন্তু ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের ওয়ানডে ফরম্যাটে টানা তিন ম্যাচে হারানো সহজ হবে না। উল্লেক্যহ রয়েল লন্ডন সিরিজের বাকী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৯,২১ এবং ২৪ তারিখে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে