সোমবার, ১৮ জুন, ২০১৮, ১১:১৪:১৪

আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন ম্যারাডোনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন ম্যারাডোনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন ম্যারাডোনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ! স্পার্টাক স্টেডিয়ামে শনিবার (১৬ জুন) নিজের দেশের এবং প্রিয় খেলোয়াড়ের ব্যর্থতার সাক্ষী থেকেছেন দিয়েগো মারাডোনা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আইসল্যান্ডের মত আনকোরা টিমের সঙ্গে ১-১ ড্র করেছে এবারের বিশ্বকাপ দাবীদারদের মধ্যে অন্যতম বড় নাম আর্জেন্টিনা। এই ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে বর্ণবিদ্বেষের বিতর্ক তৈরি করলেন ফুটবলের ‘মুহাম্মদ বিন তুঘলক’ মারাডোনা৷

ম্যাচটিতে উপস্থিত এক মহিলা সাংবাদিক টুইট করে দাবী করেন ‘দক্ষিণ কোরিয়ার’ ফ্যানদের উদ্দেশ্যে মারাডোনা বর্ণবিদ্বেষী অঙ্গভঙ্গি করেছেন। একটি সিগার হাতে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ডের ম্যাচের গ্যালারিতে উপস্থিত হন মারাডোনা। এরপর তাকে দেখতে পেয়ে পাশে থাকা দক্ষিণ কোরিয়ান ফুটবল ফ্যানরা ‘মারাডোনা’, ‘মারাডোনা’ আওয়াজ তোলেন৷ দিয়েগো ফ্যানদের দিকে ঘুরে হাত নাড়েন এবং সিগার থেকে ধোঁয়া ছাড়েন ফুটবলের প্রাচীন রাজপুত্র।

দক্ষিণ কোরিয়ান ফ্যানদের দিকে তাকিয়ে হাত নাড়ার সময়ই নাকি বাঁকা চোখে তাচ্ছিল্য ভাবে তাকান দিয়েগো। অন্তত এমনটাই দাবী করছেন বিবিসির এক পরিচালিকা জ্যাকুই ওটালে। ম্যাচের পরপরই তার করা টুইট সোশ্যাল মিডিয়াসহ সংবাদমাধ্যমের সামনে আসে৷ যেখানে জ্যাকুই দাবী করেন, ‘মারাডোনা আর মোটেও কুল নন। তাকে দেখে দক্ষিণ কোরিয়ার ফ্যানরা ‘দিয়েগো’, ‘দিয়েগো’ স্লোগান তুলে সম্মান জানান। মারাডোনাও পাল্টা হাসেন, হাত নাড়েন এবং চুমু ছুঁড়ে দেন দক্ষিণ কোরিয়ার ফ্যানদের উদ্দেশ্যে। কিন্তু এরপরই চোখ টিপে এক তাচ্ছিল্যের চাওনি ছুঁড়ে দেন দক্ষিণ কোরিয়ান ফ্যানদের উদ্দেশ্যে। এটা আমাদের অনেকের চোখেই পড়ে৷ আমরা অবাক হয়ে যাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে