সোমবার, ১৮ জুন, ২০১৮, ১১:৫৩:৪৩

‘আমি তো পাঁচ পেনাল্টি মিস করে ম্যারাডোনাই আছি’

‘আমি তো পাঁচ পেনাল্টি মিস করে ম্যারাডোনাই আছি’

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছে বাজে। শনিবার আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের গ্রুপের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে গতবারের রানার্সআপরা। দলের সেরা তারকা লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। ফলে ১-১ এ সমতায় থাকার পর এগিয়ে যেতে পারেনি আর্জেন্টিনা। যে জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে বলে জানিয়েছেন স্বয়ং মেসি।

মেসিকে নিয়ে সমালোচনাও হচ্ছে খুব। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলে শেষ ৭ পেনাল্টির ৪টিই যে মিস করেছেন তিনি। তবে নিজ দেশের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে পাশে পাচ্ছেন মেসি। দেশকে ১৯৮৬ বিশ্বকাপ উপহার দেওয়া ম্যারাডোনা বলছেন, ‘আমি একাধারে ৫টি পেনাল্টি মিস করেছি এবং ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনাই আছি।’

মেসির পেনাল্টি মিস করা যে আইসল্যান্ডের বিপক্ষে জিততে না পারার মূল কারণ নয় সেটি মনে করিয়ে দিচ্ছেন ম্যারাডোনা। তাই তিনি পরিস্কার করে বলেন, ‘ম্যাচ এবং খেলায় দুই পয়েন্ট হারানোর জন্য তার পেনাল্টি দায়ী নয়। সে নিজেকে চিনিয়েছে এবং সবকিছুই দিয়েছে। ‘বাচ্চা’টা তার দায়িত্ব পালন করেছে। আপনি যখন জিতবেন, ড্র করবেন বা হারবেন তার পেছনে থাকবে ১১ জন খেলোয়াড়।’

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ মাঠে বসেই দেখেছিলেন ম্যারাডোনা। তার আশা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে তার দেশ, ‘আমরা পরের ম্যাচের খুব কাছে। আমরা বড় সমস্যায় পড়েছি কিংন্তু আমরা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখছি এবং আমরা উন্নতি করতে পারি। আশাকরি ছেলেরা ভালো করবে।’

২১ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে