সোমবার, ১৮ জুন, ২০১৮, ১২:৩৮:৩৯

বিষয়টি বেশ দৃষ্টিকটু, এক ম্যাচে সর্বোচ্চ রেকর্ড ফাউলের শিকার নেইমার!

বিষয়টি  বেশ দৃষ্টিকটু, এক ম্যাচে সর্বোচ্চ রেকর্ড ফাউলের শিকার  নেইমার!

স্পোর্টস ডেস্ক: কেবলি ইনজুরি থেকে ছাড়া পেলে। হয়তো বিশ্বকাপই খেলা হতো না্। রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়েও ছিলো সংশয়। তবে সব কিছুকে ডিঙ্গিয়ে রাশিয়া বিশ্বকাপে মাঠে নামলে ব্রাজিলের সেরা তারকা নেইমার। কিন্তু মাঠে উজার করে খেলার সুযোগই পেলোনা প্রতিপক্ষের আক্রমনে।

সাধারনত, তারকা খেলোয়াড়দের ঘিরে সাজানো হয় একটি দলের খেলার কৌশল। অপরদিকে প্রতিপক্ষও সেই খেলোয়াড়কে আটকাতে কষেণ অন্য কোনো কৌশল। কিন্তু তাই বলে একেমন পরিকল্পণা প্রতিপক্ষের। মাত্র ৯০ মিনিটের খেলা একটি ম্যাচে একজন ফুটবলারকে দশবার ফাউল করতে হলো। তবে বিষয়টি  বেশ দৃষ্টিকটু, এক ম্যাচে সর্বোচ্চ রেকর্ড ফাউলের শিকার হলেন নেইমার!

চলমান রাশিয়া বিশ্বকাপে রোববারের (১৭ জুন) ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের সাথে ঘটেছে এমন ঘটন। নেইমারকে ১০ বার ফাউল করেছে সুইজারল্যান্ডসরা।আর ফাউলে শিকার হয়ে নেইমার উঠে গেছেন এক রেকর্ডের তালিকায়। ইংলিশ ফুটবলার অ্যালান শেরির আছেন তালিকার শীর্ষে। তিনি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চেয়ে একবার বেশি (১১ বার ফাউলকরা হয়) ফাউল হয়েছেন।

তবে অনেকে আবার বলছেন, নেইমারের ফিটনেসের অভাব রয়েছে যা তাকে বার বার পরে যেতে বাধ্য করেছে। তবে শেষ পর্যন্ত বার বার ফাউল হওয়ার ফলে শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েন সদ্যই ইনজুরি থেকে ফেরা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে