সোমবার, ১৮ জুন, ২০১৮, ১২:৪৪:২১

উল্টো পথে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির ভাগ্যের চাকা!

উল্টো পথে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির ভাগ্যের চাকা!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরু আগে কেউ কল্পনাও করেনি। কি ঘটতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির সাথে। তিন দলেরই রয়েছে বিশ্বকাপ ছোঁয়ার অভিজ্ঞতা। তিন দলেরই রয়েছে বিশ্বকাপ ছোঁয়ার অভিজ্ঞতা। রয়েছে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে পরিকল্পনা ভেস্তে দেওয়ার সক্ষমতা। কিন্তু তাদের শুরুটা যে বড়ই বেমানান হয়ে গেলো। ২১তম বিশ্বকাপ আসরের শুরুটা অন্তত তাই জানান দিচ্ছে।

তবে ব্রাজিল-আর্জেন্টিনা কিছুটা মান বাঁচাতে পারলেও বর্তমান শিরোপাধারী একে বারে লাজ্জায় পেলে দিলেন। তাইতো মাত্র এক ম্যাচ খেলেই কিছুটা হলেও অনিশ্চয়তার মধ্যে পড়েছে এগারবারের শিরোপাধারী এই চ্যাম্পিয়ন ত্রয়ী। জার্মানি প্রথম ম্যাচে হেরে গেছে মেক্সিকোর বিপক্ষে। ব্রাজিল ও আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে ড্র সন্তুষ্ঠ থাকতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি ঘটতে যাচ্ছে এই তিন দলের ভাগ্যে?

এবারের রাশিয়া বিশ্বকাপে এরইমধ্যে বিভিন্ন ‘অঘটনের’ মধ্যে আরেকটি আঘটন ঘটে গেছে। যা হলো, বিশ্বকাপের একক কোনো আসরে এবারই নিজেদের প্রথম ম্যাচে একসঙ্গে জয়বঞ্চিত হয়েছে আর্জেন্টিনা, জার্মানি ও ব্রাজিল। অর্থাৎ তিন দলের কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

কাগজে কলমে এবারের আসরেও সবচেয়ে শক্তিশালী দল জার্মানি। একঝাঁক তারকা আর বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্স। তারপরও প্রথম ম্যাচে হারের স্বাদ গ্রহণ করতে হয়েছে জোয়াকিম লো’র দলকে। তবে আর্জেন্টিনা, ব্রাজিলের চেয়ে দুঃখটা বেশি জার্মানির। কারণ পয়েন্ট খোয়ালেও হারেনি তারা। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে হার দিয়ে শুরু করতে হয়েছে বিশ্বকাপ মিশন। আবার জার্মানির এই হার বিশ্ব আসরে কনফাকাফ চ্যাম্পিয়ন কোনো দলের কাছে হারের প্রথম ঘটনা।

জার্মানদের পরের ম্যাচের প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ইতালির মতো দলকে কাঁদিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে সুইডিশরা। তাদের বিপক্ষে কোনো প্রকারের অনুকম্পা পাবেন না ওজিল-মুলাররা। আর সেই ম্যাচেওযদি হেরে যায় জার্মানি তাহলে কিন্তু প্রথম রাউন্ডেই দলটির বিদায় ঘন্টা বেজে যেতে পারে যেমনটি গত আসরে স্পেনের ভাগ্যে ঘটেছিল।

এদিকে গত শনিবার (১৭ জুন) নবাগত আইসল্যান্ডের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর রোববার (১৮ জুন) দিনের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যার মাধ্যমে প্রথমবার বিশ্বআসরে নিজেদের প্রথম ম্যাচে একসঙ্গে জয় পায়নি এবারের বিশ্বকাপপ্রত্যাশীরা এ তিন দল। আর এতেই দেখা যাচ্ছে উল্টো পথে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির ভাগ্যের চাকা!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে