সোমবার, ১৮ জুন, ২০১৮, ০১:২৯:০৭

‘আমাকে আঘাত করা হয়েছিল এবং তা ব্যথা করছিল'

‘আমাকে আঘাত করা হয়েছিল এবং তা ব্যথা করছিল'

স্পোর্টস ডেস্ক: চলমান রাশিয়া বিশ্বকাপে রোববারের (১৭ জুন) ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের সাথে ঘটেছে এমন ঘটনা। নেইমারকে ১০ বার ফাউল করেছে সুইজারল্যান্ডসরা।আর ফাউলে শিকার হয়ে নেইমার উঠে গেছেন এক রেকর্ডের তালিকায়।

রোববারে শেষ ম্যাচের খেলায় তারা সুইজারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচে ব্রাজিলের সুপারস্টার নেইমার বারবার ফাউলের শিকার হয়েছেন। ১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম কোন ম্যাচে এত ফাউলের শিকার হয়েছেন কোন ফুটবলার।

ব্রাজিলের বিপক্ষে সুইজারল্যান্ড জিতেছিল ২০১৩ সালে। সেটি ছিল দলদুটির সর্বশেষ দেখা। তারপরই এই বিশ্বকাপে ড্র। এদিন ব্রাজিলের আক্রমণ যে কোন উপায়ে ঠেকানো ছিল সুইজারল্যান্ডের কৌশল। সেজন্যই সম্ভবত দলটির আক্রমণভাগের প্রাণ নেইমার এত ফাউলের শিকার হয়েছেন। তাকে ১০বার ফাউল করেছেন সুইসরা।

বিষয়টি দেখার দায়িত্ব ছিলো রেফারির। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি নেইমার। তার মতে, এটা দেখা রেফারির দায়িত্ব এবং এটা ফুটবলেরই অংশ, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি ফুটবল খেলে যাব বা খেলার চেষ্টা করব। এটা দেখার দায়িত্ব রেফারির। আমার মনে হয় নিয়মিত ফাউলের শিকার হওয়াটাই স্বাভাবিক হয়ে যাবে সামনে। এ বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। তবে ফুটবলে এটা স্বাভাবিক বিষয়।’

নেইমারকে বেশ কয়েকবার খোড়াতে দেখা গেছে। তবে ভক্তদের তিনি নিশ্চিত করেছেন এটা তেমন কিছু নয়, ‘আমাকে আঘাত করা হয়েছিল এবং তা ব্যথা করছিল। তবে চিন্তার কিছু নেই। শরীর ঠাণ্ডা হলে কিছুটা ব্যথা করবেই। তবে সব ঠিক আছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে