মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮, ০৮:৫০:৫১

আজ কলম্বিয়াকে হারিয়ে ৬ রেকর্ড গড়লো জাপান

আজ কলম্বিয়াকে হারিয়ে ৬ রেকর্ড গড়লো জাপান

স্পোর্টস ডেস্ক: এশিয়ার কোন দেশ হয়ে এই প্রথম বিশ্বকাপে সাউথ আমেরিকান কোন দেশকে হারিয়ে নতুন রেকর্ড গড়লো জাপান। আর দক্ষিন আমেরিকানদের এই লজ্জার রেকর্ড গড়লো কলম্বিয়া। হামেস রদ্রিগেজ বিহীন কলম্বিয়াকে নিয়ে অনেকটা ছেলেখেলা করলো জাপান।

এই ম্যাচে কলম্বিয়ার সানচেজ লাল কার্ড খাওয়াতে একজন কম নিয়েই ৮৬ মিনিট খেলে কলম্বিয়া। আর এই ম্যাচে নতুন করে হলো ৬টি রেক র্ড। এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলোঃ

১ কলম্বিয়ান কুয়েন্তেরো প্রথম কলম্বিয়ান ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখালেন। ২০১৪ বিশ্বকাপে একটি গোল করেছিলেন তিনি।

২ এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে লাতিন আমেরিকার কোন দেশকে হারানোর ইতিহাস সৃষ্টি করলো জাপান।

৩ বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পেনাল্টিতে গোল করলেন জাপানের কাগাওয়া।

৪ প্রথম এশিয়ান ফুটবলার হিসেবে ১৯৬৬ সালের পর তিনটি বিশ্বকাপে এসিস্ট করলেন কেইসুকি হোন্ডা।

৫ জাপানের শেষ ৮টি গোলের ৬টিতেই অবদান রেখেছেন হোন্ডা।

৬ বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে দ্রুততম সময়ে লাল কার্ড পেলেন কার্লস সানচেজ। এর আগে ১৯৮৬ সালে উরুগুয়ের বাতিস্তা সর্বপ্রথম লাল কার্ড দেখেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে