মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮, ১০:৩৪:৩৭

ইসলামের চোখে হারাম বলে ম্যাচ সেরার পুরস্কার নেননি সালাহদের গোলকিপার

ইসলামের চোখে হারাম বলে ম্যাচ সেরার পুরস্কার নেননি সালাহদের গোলকিপার

স্পোর্টস ডেস্ক: শেষ মূহুর্তের গোলে মিশরকে হারায় উরুগুয়ে। এই ম্যাচে ১ গোল খেয়েও ম্যান অফ দ্যা ম্যাচ হোন মিশরের গোলরক্ষক। তবে ম্যাচ জিতেও ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার নেননি এই গোলরক্ষক।

তার মতে এই পুরষ্কারটি ইসলামের চোখে হারাম। কেননা ফিফা বিশ্বকাপে ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার দেয় একটি বিশ্বখ্যাত মদ প্রস্তুতকারী সংস্থা। যেহতু ইসলাম ধর্ম মদ্যপানের বিরোধিতা করে তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মিশরের গোলকিপার।

আর নিজের এই সিদ্ধান্তের ফলে মুসলিম বিশ্বে নতুন করে জায়গা করে নিলেন মিশরের এই গোলরক্ষক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে