বুধবার, ২০ জুন, ২০১৮, ১২:৪১:৩৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বরেকর্ড ভেঙ্গে দিলো ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বরেকর্ড ভেঙ্গে দিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সিরিজে ঠিকে থাকার ম্যাচ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেই তান্ডব চালানো শুরু করে ইংল্যান্ড দল। এতোদিন ওয়ানডেতে ইংল্যান্ডের করা ৪৪৪ রানেই ছিলো ওয়ানডেতে কোন দলের করা সর্বোচ্চ ইনিংস।

এখন নিজেদের সেই রেকর্ড নিজেরাই ভাঙ্গলো ইংল্যান্ড। নির্ধারিত ৬ উইকেট হারিয়ে ৪৮১ রান করে ইংল্যান্ড গড়লো নতুন রেকর্ড। ২০১৬ সালের আগস্টে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন উইকেটে ৪৪৪ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছিল ইয়ন মর্গানের নেতৃত্বাধীন দলটি। দুই বছরের ব্যবধানে সেই মর্গানের নেতৃত্বেই আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ইংলিশরা।মঙ্গলবার নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা।

উদ্বোধনীতে জেসন রয়কে সঙ্গে নিয়ে ১৫৯ রানের জুটি গড়েন জনি বেয়ারস্টো। ৬১ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮২ রান করে রান আউটের ফাঁদে পড়েন রয়। তিনে ব্যাটিংয়ে নামা অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ফের ১৫১ রানের জুটি গড়েন বেয়ারস্টো। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বেয়ারস্টো। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া জনি সাজঘরে ফেরার আগে মাত্র ৯২ বলে ১৫ চার ও ৫ ছক্কায় ১৩৯ রান করেন জনি বেয়ারস্টো। তবে বেয়ারস্টো থাকতে যেমনটা ডিফেন্সিভ ছিলেন হ্যালস, বেয়ারস্টো আউট হওয়ার পরে আর এগ্রেসিভ হয়ে উঠেন হ্যালস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে