বুধবার, ২০ জুন, ২০১৮, ০২:০১:১৭

অবসরে যাচ্ছেন ওজিল!

অবসরে যাচ্ছেন ওজিল!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ যুদ্ধে প্রথমেই পরাজয়ের গ্লানিতে ডুবেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হারতে হয়েছে বিশ্বকাপে তেমন একটা সাফল্য না দেখা মেক্সিকোর কাছে।মেক্সিকোর জালে কোনো বল না জড়াতে পারায় হতাশায় ডুবেছে জার্মান সমর্থকগণ। এ হারকে বড় একটি ধাক্কা বলে বিবেচনা করছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউজ। আর এ হারের জন্য দলের অ্যাটাকিং মিডফিল্ডার মেসুত ওজিলকেই দায়ী করছেন তিনি।

বিশ্বকাপের পর ওজিলকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরামর্শও দিয়েছেন জীবন্ত এ কিংবদন্তি।ওজিলের ওপর ফ্রি-কিক স্টাইলে ম্যাথিউজের আক্রমণটা ঠিক এইভাবে, জাতীয় সঙ্গীতের সঙ্গে ও গলা পর্যন্ত মেলায় না। তবে তাতে আমার কোনও সমস্যা নেই। এটা প্রত্যেক ফুটবলারের নিজস্ব ব্যাপার। তা সে জার্মান, তুর্কি, আফ্রিকার যে কোনও দেশ, যেখান থেকেই আসুক না কেন! কিন্তু মস্কোয় জাতীয় সঙ্গীতের পর যা দেখলাম, তা আমাকে রাগিয়ে দিল। জার্মানির দশ জন ফুটবলার দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়লেও ওজিলকে তা করতে দেখলাম না।’

ম্যাচে ওজিলের পারফরমেন্স নিয়ে ম্যাথিউজ বলেছেন, ওর শরীরী ভাষা আমাকে সবচেয়ে হতাশ করেছে। আগাগোড়া নেতিবাচক ছিল ও। মনে হচ্ছিল, খেলার আনন্দ ছাড়াই মাঠে রয়েছে। আমার তো প্রায়ই মনে হয় জার্মানির জার্সিতে একেবারেই স্বচ্ছন্দ নয় ও। ও যেন খেলতেই চাইছে না। ওর খেলায় কোনও হৃদয় ছিল না। ছিল না কোনও আনন্দ, কোনও প্যাশন। আমার তো মনে হয় বিশ্বকাপের পরই ও অবসর জানাবে আন্তর্জাতিক ফুটবলকে।

তিনি আরো বলেন, জার্মানির প্রতি ওর দায়বদ্ধতা থাকা দরকার। যা এরদোগান ইস্যুর পর ওর উপলব্ধি করা উচিত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে