বুধবার, ২০ জুন, ২০১৮, ০৯:১২:৪৪

বিশ্বকাপে রেফারিরা যে আকাশচুম্বি বেতন পাবেন

বিশ্বকাপে রেফারিরা যে আকাশচুম্বি বেতন পাবেন

স্পোর্টস ডেস্ক: শুরু হয়ে গেছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপের। এবারের রাশিয়া বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২ দেশ। ইতিমধ্যেই বিশ্বকাপের ৬ দিন পার হয়ে গেছে। বিশ্বকাপে রেফারিরা আকাশচুম্বি বেতন পাবেন।

তারকার ফুটবলারদের বেতন আকাশচুম্বি এটা সবার ই জানা। তবে রেফারিদের আয় বা বেতন সম্পর্কে আমাদের অনেকেরই ধারনা থাকলেও সবার ধারনা নেই বল্লেই চলে।

বিশেষ করে চলতি বিশ্বকাপে রেফারিদের বেতন ও আয় কেমন এটা জানতে অনেকেই ছিলেন উৎগ্রিব।

ফুটবলার ও রেফারিদের বেলায় একটু ভিন্নতা রয়েছে বেতনে। যেমনটা জাতীয় দলের জার্সি গায়ে যতটা বেতন পান খেলোয়ারেরা তার থেকে অনেক বেশি বেতন তারা ঘরে তুলেন ক্লাবের জার্সি গায়ে জরিয়ে।

কিন্তু রেফারিদের আয় বিশ্বকাপেই একটু বেশি হয়ে থাকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে খেলানোর জন্য নির্বাচিত প্রত্যেক এলিট প্যানেলের রেফারির ন্যূনতম বেতন ৭০ হাজার মার্কিন ডলার।

অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এছাড়াও ম্যাচ পিছু আরও ৩ হাজার মার্কিন ডলার পেয়ে থাকেন ম্যাচ অফিসিয়ালরা। অর্থাৎ প্রতিটি ম্যাচ খেলিয়ে একজন ফিফার রেফারি পান ২.৫৩ লক্ষ টাকারও বেশি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে