বুধবার, ২০ জুন, ২০১৮, ০৯:২৫:২৮

অন্য ১০ জনের মতই শচীন পুত্র

অন্য ১০ জনের মতই শচীন পুত্র

স্পোর্টস ডেস্ক: তিনি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে, তবে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে অর্জুনকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে না৷ অন্য আরও ১০ জনের মত তিনিও।

অর্জুন টেন্ডুলকারও জাতীয় দলের একজন সাধারণ সদস্য মাত্র৷ এমনটাই জানালেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের নতুন বোলিং কোচ সনৎ কুমার৷

জাতীয় দলে নির্বাচিত হওয়ার পর থেকেই অর্জুনকে নিয়ে সংবাদ মাধ্যমের যে রকম আগ্রহ, তাতে আসন্ন শ্রীলঙ্কা সফরে শচীন পুত্রের দিকেই যে সবার নজর থাকবে, সে বিষয়ে কোনও সংশয় নেই৷ সনৎ কুমারও সেটা বোঝেন৷ তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, দলের সব সদস্যই তার কাছে সমান৷

ডোমেস্টিক ক্রিকেটে সাফল্যের সঙ্গে কোচিং করানোর পুরস্কার হিসাবে অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ নিযুক্ত হয়েছেন সনৎ কুমার৷ অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরের সময় রাহুল দ্রাবিড় ও তার কোচিং টিম ভারতীয় ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ডে উপস্থিত থাকবেন৷
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে