বুধবার, ২০ জুন, ২০১৮, ১২:৪৮:১০

মঈন আলীর ছোবলেই দিশেহারা অস্ট্রেলিয়া

মঈন আলীর ছোবলেই দিশেহারা অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: কল্পনাকেও হার মানানো এক ব্যাটিং করেছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রান করে ইংল্যান্ড! আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে এটাই দলীয় সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ রানের রেকর্ডটিও ইংল্যান্ডেরই ছিল।

২০১৬ সালে এই ট্রেন্ট ব্রিজেই পাকিস্তানের সাথে ৩ উইকেটে তারা করেছিল ৪৪৪ রান। রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়াকে ২৪২ রানে হারিয়ে ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যধানে জয় (রানের হিসেবে) তুলে নিয়েছে এউইন মরগানের দল।

টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। অজি অধিনায়ক ট্রেন্ট ব্রিজের রেকর্ড হয়তো ভুলে গিয়েছিলেন তখন। ২০১৬ সালে পাকিস্তানের সাথে এ মাঠেই ৪৪৪ রান করেছিল ইংল্যান্ড। সে বছরই ইংলিশ কাউন্টির লিস্ট ‘এ’ ম্যাচে নটিংহ্যাম্পশায়্যার ৪৪৫ রান করেছিল নর্দাম্পটনের বিপক্ষে। ব্যাটিংয়ে নেমে ইংলিশ ব্যাটসম্যানরা রীতিমতো ঝড় বইয়ে দিলেন অস্ট্রেলিয়ার বোলারদের উপর। জেসন রয় ৬১ বলে ৮২, জনি বেয়ারেস্টো ৯২ বলে ১৩৯, অ্যালেক্স হেলস ৯২ বলে ১৪৭ ও অধিনায়ক মরগান করেন ৩০ বলে ৪৭ রান।

৪৮২ রানের বিশাল রান তাড়া করতে হবে ভেবে আগেই হেরে বসে অস্ট্রেলিয়া। চাপ সামলাতে না পেরে ব্যাটিং সহায়ক উইকেটে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে পারলো মাত্র ৩৭ ওভার। রান মোটে ২৩৯। সুবাদে কপালে জুটলো ওয়ানডেতে রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় হারের লজ্জা। মঈন আলীর ছোবলেই দিশেহারা হয় অস্ট্রেলিয়া। মঈণ আলী একাই নেন ৪ উইকেট। আদীল রশিদ নেন ৩টি উইকেট।

এ জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড। দু’দলের চতুর্থ ওয়ানডে বৃহস্পতিবার চেস্টার লি স্ট্রিটে।

বল টেম্পারমেন্ট কেলেঙ্কারিতে নিষিদ্ধ দুই অভিজ্ঞ সেনানী স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়া এই প্রথম সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাব ভালোই টেরে পাচ্ছে অজিরা। ওয়ানডে র‌্যাংকিংয়েও তারা নেমে গেছে ৬ নম্বরে। অস্ট্রেলিয়া গত ২০ বছরে এত নিচে নামেনি ওয়ানডে র‌্যাংকিংয়ে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে