বুধবার, ২০ জুন, ২০১৮, ০৪:১৭:৫৬

দেশে ফিরে এবার যে বার্তা দিলেন ফতুল্লার ব্রাজিল বাড়ির সেই টুটুল

দেশে ফিরে এবার যে বার্তা দিলেন ফতুল্লার ব্রাজিল বাড়ির সেই টুটুল

স্পোর্টস ডেস্ক : রাশিয়া থেকে মঙ্গলবার (১৯ জুন) রাতে দেশে ফিরেছেন ফতুল্লার আলোচিত ব্রাজিল বাড়ির জয়নাল আবেদীন টুটুল। দেশে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুক একটি ছবি পোস্ট করে একটি বার্তা দেন টুটুল।

দেশে পৌঁছে এয়ারপোর্টে তোলা একটি ছবি পোস্ট করে টুটুল লিখেছেন, ‘আমি নিরাপদেই বাংলাদেশে ফিরেছি।’

টুটুল২১২ব্রাজিলের ফ্যান কার্ড নিয়ে গত ১৩ জুন রাশিয়া গিয়েছিলেন ফতুল্লার আলোচিত ব্রাজিল বাড়ির মালিক জয়নাল আবেদীন টুটুল।১৭ জুন বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে রাশিয়ার রোস্তভ অন ডন স্টেডিয়ামে বসে ব্রাজিল-সুইজারল্যান্ডের মধ্যকার খেলাটি উপভোগ করেন তিনি।

স্টেডিয়ামে ঢোকার আগে তিনি মেতেছিলেন বিভিন্ন দেশ থেকে আগত ব্রাজিলের ফ্যানদের সাথে, তুলেছেন অসংখ্য ছবি। আর পুরো সময়টা জুড়েই তিনি বহন করেছেন বাংলাদেশের লাল সবুজের পতাকা।

উল্লেখ্য, আগামী ২২ তারিখে টুটুলের বাড়িতে যাবেন বাংলাদেশে অবস্থানরত ব্রাজিলের প্রতিনিধি দল। নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকায় জয়নাল আবেদীন টুটুলের মালিকানাধীন বাড়িটি দেশজুড়ে ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ৭ তলা বাড়িটির পুরোটাই সুশোভিত হয়েছে ব্রাজিলের পতাকার রঙে। বাড়ির ছাদে উড়ছে বড় বড় পতাকা। বাড়ির প্রধান ফটকে লেখা রয়েছে ‘ব্রাজিল-বাড়ি’।

নোয়াখালীর ছেলে টুটুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ফুটবল খেলার প্রতি ভালোবাসা এবং ব্রাজিল দলের প্রতি একনিষ্ঠ সমর্থন থেকেই নিজের বাড়ির নাম রেখেছেন ‘ব্রাজিল বাড়ি’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে