বুধবার, ২০ জুন, ২০১৮, ০৪:৪৬:২৩

দারুণ এক কৌশলের আশ্রয় নিল মেসির আর্জেন্টিনা!

 দারুণ এক কৌশলের আশ্রয় নিল মেসির আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির পেনাল্টি মিসের ঘটনা সবাইকে অবাক করেছে। আর এ কারণে ব্যাপারটা এমন হয়ে দাড়ায় মেসির কারণেই নবাগত আইসল্যান্ডকে হারাতে পারেনি আর্জেন্টিনা।

কিন্তু দিয়েগো ম্যারাডোনার মতে, দায়টা পেনাল্টি মিসের নয়; দলের খেলার ধরনের। আর্জেন্টাইন কিংবদন্তির অপছন্দের মানুষ জর্জ সাম্পাওলির ভাবনাও প্রায় একই। সেদিন আইসল্যান্ডের বিপক্ষে প্রত্যাশামতো খেলতে পারেনি রক্ষণ ও মাঝমাঠ। আর্জেন্টিনা কোচ তাই আগামীকালের ক্রোয়েশিয়া ম্যাচে বড়সড় বদল আনছেন প্রথম একাদশে। 

যে বদলের কোপে কাটা পড়তে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া, মার্কো রোহো আর লুকাস বিলিয়ারা। যুক্ত হতে পারেন গ্যাব্রিয়েল মার্কাদো, মার্কোস অ্যাকুনা, ক্রিশ্চিয়ান প্যাভনরা। লুকা মডরিচ,ইভান রাকিটিচ আর মারিও মানজুকিচদের নিয়ে গড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে ফরমেশনেও বদল আনার কথা আর্জেন্টিনার। সে ক্ষেত্রে ৩-৩-৩-১ ফরমেশনের সম্ভাবনাই বেশি। 

আর্জেন্টিনার মিডিয়ার খবর, দারুণ এক কৌশলের আশ্রয় নিল মেসির আর্জেন্টিনা! মাঠের ছক নিয়ে কোচ সাম্পাওলি দুটি ছক কষে রেখেছেন। তার পল্গ্যান-এ হচ্ছে ওই ৩-৩-৩-১ ফরমেশন। যেখানে তিনি প্রতিপক্ষের গোলমুখে আগুয়েরোকে রেখে মেসি-প্যাভন আর মেজাকে একটু পেছনে রাখতে চাইছেন। তার প্ল্যান-বি-তে থাকছে ৩-৪-৩ ছক। যেখানে আক্রমণভাগে থাকবেন মেসি, আগুয়েরো আর প্যাভন। মাঝমাঠে সাজাবেন অ্যাকুনা, মাচেরানো, পেরেজ ও স্যালভিও।

অবশ্য আনুষ্ঠানিকভাবে কেউ না বললেও আর্জেন্টাইন একাদশে বদল অনুমিতই ছিল। গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১২ ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়িয়েছেন সাম্পাওলি। 

এখন পর্যন্ত কোনো ম্যাচেই তিনি আগের একাদশ রাখেননি। আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্রর পর বদল আনা তাই স্বাভাবিকই। হতাশার আইসল্যান্ড ম্যাচের পর আর্জেন্টিনা প্রথম অনুশীলনে নামে সোমবার। সেখানে দলকে ভিন্ন ফরমেশনে সাজাতে দেখা যায় সাম্পাওলিকে। 

দুই নিকোলাস ওটামেন্ডি ও তাগলিয়াফিকো এবং মার্কাদোকে রাখেন সেন্ট্রাল ডিফেন্সে। আইসল্যান্ড ম্যাচে মার্কাদোর জায়গায় ছিলেন রোহো। অনুশীলনে মিডফিল্ডে ডি মারিয়া আর বিলিয়ার বদলে ছিলেন অ্যাকুনা ও প্যাভনরা। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হাভিয়ের মাশ্চেরানোকে রেখে উইং-ব্যাকে এডোয়ার্ডো স্যালভিও। তাকে ওপরের দিকে ওঠার সুযোগ রেখে ডানে আর অ্যাকুনাকে বাঁয়ে রাখার পরিকল্পনা সাম্পাওলির। 

অনুশীলনের পর মার্কাদোকে সম্ভাব্য বদল নিয়ে জিজ্ঞেস করা হলে বলেন, ‘হ্যাঁ, আমরা বিভিন্নভাবে খেলার চেষ্টা করছি। উইংসে, মিডলে, পাঁচজনের লাইনে। প্রতিটি ম্যাচেই আসলে ভিন্ন কিছু দরকার। যেখানে যেটা মানানসই হয়।’ 

যে তিনজনকে বদলের সম্ভাবনা বেশি, সেই ডি মারিয়া, বিলিয়া, রোহোরা গত বিশ্বকাপের দলে ছিলেন। তাদের বাদ পড়ার আশঙ্কা নিয়ে মার্কাদোর বক্তব্য, ‘কোচ সব পজিশন নিয়েই ভাবছেন। দেখা যাক, খেলার দিন কোনটা হয়।’ 

প্রথম ম্যাচে অন্যদের চেয়ে তুলনামূলক ভালো খেলা মাক্সিমিলিয়ানো মেজাও বাদ পড়তে পারেন বলে আভাস আছে। দ্রুত ছুটে যাওয়া এবং বল প্রদানে তাকে কিছুটা ধীর বলে মনে হয়েছে সেদিন। মেজা বাদ পড়লে জায়গা হতে পারে এনজো পেরেজের। 

৩২ বছর বয়সী এনজো স্কোয়াডে ঢুকেছেন ম্যানুয়েল লানজিনি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর। জুভেন্তাসে খেলা তরুণ ফরোয়ার্ড পাওলো দিবালার অবশ্য এ ম্যাচেও সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে