বুধবার, ২০ জুন, ২০১৮, ০৫:২২:১৪

শক্ত অবস্থানে ক্রোয়েশিয়া, শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে দুই পরিবর্তন

শক্ত অবস্থানে ক্রোয়েশিয়া, শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: বেশ চাপের মধ্যেই রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের তুলনায় কম শক্তিশালী দল হয়েও সুইজারল্যান্ডের কাছে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। কিন্তু ঠিক তাদের উল্টো অবস্থানে রয়েছে ক্রোয়েশিয়া। কারণ নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ডি-গ্রুপের বেশ শক্ত অবস্থানে রয়েছে ক্রোয়েশিয়া।

আর আগামী বৃহস্পতিবার (২১জুন) আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। তাই সে ম্যাচটিতে আর্জেন্টিনার লক্ষ্য থাকবে নিজেদের প্রথম জয় নিশ্চিত শেষ ষোলতে নিজেদের জায়গা করে নিতে।আর ক্রোয়েশিয়ার লক্ষ্য নিজেদের জয়ের ধার অব্যাহত রাখতে।

তাই আর্জেন্টিনার বিপক্ষে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে ক্রোয়েশিয়া এমনটাই স্পষ্ট বক্তব্য দিয়েছে দালিচ। প্রথমত, ডিফেন্ডার ইভান স্ট্রিনিচের বদলে দলে আসবেন ভেদরান করলুকা। ডেজান লভরেন এবং দোমাগজ ভিদার সাথে রক্ষণ ভাগ সামলানোর দায়িত্ব থাকবেন করলুকা।

এছাড়া ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচের বদলে আসবেন অ্যাটাকিং মিডফিল্ডার মিলান বাদেলজ। মারিও মানজুকিচের সাথে আক্রমণ সাজানোর দায়িত্ব থাকবে বাদেলজের কাঁধে।

আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: ড্যানিয়েল সুবাসিচ
ডিফেন্ডার: সিমে ভ্রাসালকো, ভেদরান করলুকা, ডেজান লভরেন এবং ডোমাগজ ভিদা
মিডফিল্ডার: ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ, মিলান বাদেলজ
ফরোয়ার্ড: ইভান পেরেসিচ, মারিও মানজুকিচ এবং আনতে রেবিক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে