বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮, ১২:৫৭:৫০

জ্যামাইকা তালাওয়াসের অধিনায়ক আন্দ্রে রাসেল

জ্যামাইকা তালাওয়াসের অধিনায়ক আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক: আগামী ৮ই আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসরে জ্যামাইকা তালাওয়াস দলটির নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

গত আসরে ডোপ টেস্ট ইস্যুতে এক বছরের নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি রাসেলের। তবে এবার আবারো ফিরেছেন তিনি। আর জ্যামাইকা তালাওয়াসের হয়ে সিপিএলে খেলতে অনেকটাই মুখিয়ে আছেন রাসেল। আবারো ফিরতে পেরে উৎফুল্ল এই অলরাউন্ডার বলেছেন,  

'আমার আসলেই অনেক দারুণ বোধ করছি, আমি এক বছরের নিষেধাজ্ঞা থাকার কারণে গত আসরটি মিস করেছিলাম। এখন আমি তাই শুধু খেলতেই মুখিয়ে নেই, তবে জ্যামাইকা তালাওয়াসকে নেতৃত্ব দিতেও প্রস্তুত আছি, পাশাপাশি আমার কাজটি ভালোভাবে পালন করতেও আশাবাদি।'

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে ব্যাট হাতে দারুণ ৩১৬ রান করেছিলেন আন্দ্রে রাসেল। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিলো ১৮৫ এবং গড় ২৮.৭। পাশাপাশি বল হাতে ১৩ উইকেটও শিকার করেছিলেন তিনি। এবার আইপিএলের এই ফর্ম সিপিএলেও তুলে ধরতে চান রাসেল। তাঁর ভাষ্যমতে,

'আমি সর্বদা আমার ব্যক্তিগত লক্ষ্য ঠিক করি, তবে আমি সেটি প্রকাশ করতে চাই না কারণ আমি কখনোই বলি না যে আমার ২০ কিংবা ৩০টি উইকেট চাই এবং আমি মাত্র ১০টি পেয়েছি। আপনার ব্যক্তিগত লক্ষ্য থাকাটা সবসময়ই ভালো, কিন্তু আমি সেটি সবার সামনে বলতে চাই না। প্রত্যেক ক্রিকেটারই উইকেট প্রত্যাশা করে, অনেক ক্যাচ ধরতে চায়, রান করতে চায়, কিন্তু আমার নিজের ব্যক্তিগত লক্ষ্য রয়েছে এবং আমি আশা করি আমি সেটি পূরণ করতে পারবো।'

এবারের জ্যামাইকা তালাওয়াস দলটিতে রাসেলের অধীনে খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরে একসাথেই খেলেছিলেন তারা। সুতরাং আফ্রিদির মতো ক্রিকেটারকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত রাসেল। বলছিলেন,  
'এটি বেশ রোমাঞ্চকর, আমি শহীদের সাথে খেলেছি এর আগে। সে দারুণ একটি মানুষ। এমনকি দুবাইয়ে খেলার পরে, আমরা একটি নৌ ভ্রমণেও গিয়েছিলাম একসাথে, আমরা একে অপরের সঙ্গ উপভোগ করি। আফ্রিদি, শোয়েব মালিক, আহমেদ শেহজাদদের মতো ক্রিকেটারদের সাথে খেলতে পারা দারুণ হবে। তবে আফ্রিদিকে এবারের সিপিএলে পাওয়ায় অনেক ভালো হয়েছে। তাঁর বিপক্ষে খেলতে পারাটাই শুধু নয়, বরং তাঁর সাথে খেলাটাও বড় কিছু। কারণ আমি আশা করি তাঁর কাছ থেকে এখনও বেশ কিছু বিষয় শেখার আছে।'
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে