বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮, ০৭:২৩:৫৭

তাঁরা আর্জেন্টিনার সমর্থক, প্রেডিকশন কী?

 তাঁরা আর্জেন্টিনার সমর্থক, প্রেডিকশন কী?

স্পোর্টস ডেস্ক: আজ আর্জেন্টিনার জন্য বাঁচামরার লড়াই। প্রথম ম্যাচে ড্র করে দ্বিতীয় রাউন্ডে খেলা অনেকটাই এখন অনিশ্চিত মেসিদের। তাই আজকের ম্যাচটা লাতিন আমেরিকার দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে তারকাদের ভবিষ্যৎবাণী:

মাশরাফি বিন মর্তুজা

আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও আর্জেন্টিনা ফ্যান মাশরাফি জানালেন অভয়বাণী। ম্যাশের মতে আজ জিতবে আর্জেন্টিনা। মেসি একাই এ জয় তুলে নিবে বলে বিশ্বাস করেন মাশরাফি। এমনকি এই ম্যাচে মেসি হ্যাটট্রিকও করে ফেলতে পারেন বলে ধারণা মাশরাফির।

এক কথায় আর্জেন্টিনার হয়ে যেন মাশরাফিই ভক্ত-সমর্থকদের অভয় দিলেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ম্যাশ বলেন, ‘মেসি একাই ক্রোয়েশিয়াকে শেষ করে দেবে, শেষ।  মিনিমাম দুইটা তো শিওর, হ্যাটট্রিকও হতে পারে। অ্যাসিস্ট-ম্যাসিস্ট বুঝি না। দুইটা তো গোল করবেই, তিনটাও হতে পারে। ক্রোয়েশিয়া ফিনিশ, যাও!’

জায়েদ খান

আমার পছন্দ আর্জেন্টিনা। অসাধারণ একটি দল। এরপরের কথা যদি বলতে হয় তাহলে ইতালির কথা বলব। আজকের ম্যাচে ৩-১ গোলে জিতবে আর্জেন্টিনা। মেসি দুই কমপক্ষে।

তিশা 

আর্জেন্টিনার সমর্থক হলেও প্রিয় খেলোয়ার নেইমার। আর্জেন্টিনার পর স্পেনের খেলা ভালো লাগে। সবচেয়ে স্বরনীয় বলতে একদিন হাতে কি যেন ছিল। আর্জেন্টিনা গোল খেল, অমনি সেটা ছুড়ে মারলাম টিভিতে। ব্যাস টিভির অবস্থা ১২ টা। আর্জেন্টিনা আজ ০-২ গোলে জিতবে। এটা আমার প্রেডিকশন।

আদনান ফারুক হিল্লোল

আমার পছন্দের দল হলো আর্জেন্টিনা। সবসময়ের প্রিয় তারকা ম্যারাডোনা ও লিওনেল মেসি। এবারে বিশ্বকাপ অনেকটাই আলোকিত করবে মেসি। তার দৃঢ়তায় এবারের বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। তিনি জোর দিয়ে বললেন,‘ ভাই, আমার ঘরের জন ব্রাজিল করে। অনেকে আছে না বুঝেই করে ব্রাজিল। আর্জেন্টিনার খেলা একবার কেউ দেখলে সে অন্যদেশের সাপোর্ট কেমনে করে বুঝিনা’। প্রেডিকশন ৩-০ তো মিনিমাম। মেসি জ্বলে উঠতে পারলে তো কথাই নেই। আজ আর্জেন্টিনা এমন খেলা দেখাবে, যেখান থেকে সবাই বলবে আর্জেন্টিনা শুধুমাত্র মেসি নির্ভর দল নয়।

নাদিয়া নদী

আমার বাবা মা সবাই এক সঙ্গে ফুটবল খেলা দেখতাম। পুরো পরিবার মিলে। ছোটবেলা থেকেই আমরা ডিভাইড। আমার আর্জেন্টিনার জার্সিটা পছন্দ, ওদের খেলা পছন্দ, মেসিকে পছন্দ। আমি ব্রাজিলেরও সমর্থক, কিন্তু আমার বাবা ভাই বেশি ডোমিনেট করে, তাই আমি ইচ্ছা করে মায়ের পক্ষ নিয়ে আর্জেন্টিনা হয়ে গিয়েছি। ব্রাজিলও পছন্দ আমার, আমার জার্মানিও পছন্দ। কিন্তু যেহেতু একটি দল নিতেই হবে, সবাই ভাগাভাগি হয়ে যাচ্ছে, তো আমি পার্সোনালি আর্জেন্টিনার সমর্থক। আজকের খেলায় ২-১ হবে আশা করি। আর্জেন্টিনা কমপক্ষে দুই গোল দিবে।

পূজা চেরী

আমি যখন থেকে খেলা বুঝি তখন থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশেষ করে মেসির ভক্ত আমি। আর আমার মায়ের কাছে শুনেছি ম্যারাডোনার কথা। তখন আমি খেলা দেখিনি। তারও ভক্ত আমি। যতক্ষণ আর্জেন্টিনা থাকবে, খেলা দেখব; নইলে খেলা দেখা বন্ধ। প্রেডিকশন বলতে জিতলেই হলো।

মিম মানতাসা

আব্বু আর ভাইয়া ব্রাজিলের সমর্থক। কিন্তু আমার কাছে মেসিকে খুবই ভালো লেগেছিল। আর সবচেয়ে আমি বেশি ফ্যান হয়েছি যখন মেসির লাইফ স্টাইল আমি পড়েছি। ওর জীবনী। ও এত ট্যালেন্টেড মানুষ, যেটা গড গিফটেড, মনে হয় এর থেকে বেস্ট কেউ হতেই পারে না। যে কারণে আমি আর্জেন্টিনার সমর্থক। বাসায় আমরা তিনজন একসঙ্গে বসে খেলা দেখি। এ নিয়ে কত ঝগড়া হয়। আজকের ম্যাচে প্রত্যাশা ব্রাজিল চার গোল দিবে তাঁদের।

জেনে নিন কবে কবে আর্জেন্টিনার খেলা 

এবার প্রথম রাউন্ডে আর্জেন্টিনা খেলছে গ্রুপ ‘ডি’-তে। এ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া। আর্জেন্টিনা বনাম আইসল্যান্ডের প্রথম ম্যাচ হয়েছে ১৬ জুন। প্রথম ম্যাচ ১-১ ড্র হয়েছিল। আজ ২১ জুন আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ। এটি টিভি পর্দায় দেখা যাবে রাত ১২ টায়। আর আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা ২৬ জুন। টিভিতে প্রচার হবে সে দিন রাত ১২টায়। বাংলাদেশের নাগরিক টিভি, মাছরাঙা ও জিটিভিতে খেলা দেখা যাবে।

আর্জেন্টিনার রেকর্ড

আর্জেন্টিনা মোট চারবার ফিফা বিশ্বকাপে ফাইনাল খেলেছে। ১৯৭৮ সালে তারা নেদারল্যান্ডসের বিপক্ষে ৩–১ ব্যবধানে জয় লাভ করে বিশ্বকাপ শিরোপা জেতে। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে পশ্চিম জার্মানিকে ৩–২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে। দলটি কোপা আমেরিকায় দারুণ সফল। তাঁরা মোট চৌদ্দবার এই শিরোপা জিতেছে। ১৯৯২ সালে তারা ফিফা কনফেডারেশন্স কাপ শিরোপাও জয় করেছে তারা। এ ছাড়া ২০০৪ এথেন্স এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণপদকও জেতে আর্জেন্টিনা। গত বিশ্বকাপে ফাইনালে রানার আপ হয়েছিল আর্জেন্টিনা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে