শুক্রবার, ২২ জুন, ২০১৮, ০২:৩৭:০১

এখনো যেভাবে শেষ ১৬ তে যেতে পারে আর্জেন্টিনা , বিস্তারিত দেখুন

এখনো যেভাবে শেষ ১৬ তে যেতে পারে আর্জেন্টিনা , বিস্তারিত দেখুন

স্পোর্টস ডেস্ক: দারুণ মিডফিল্ড নিয়ে ম্যাচের শুরুতেই আক্রমণ করতে থাকে ক্রোয়েশিয়া। ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো ক্রোয়েশিয়া। কিন্তু পেরেসিচের বা পায়ের শট আঙুলের টোকায় রক্ষা করেন আর্জেন্টাইন গোলরক্ষক কাবায়েরো। ১২ মিনিটে মেসিও সুযোগ পেয়েছিলেন গোলের। সতীর্থের মাথার উপর দিয়ে চিপ করা বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন এই বার্সা তারকা।

২১ মিনিটে লেফট উইং দিয়ে মার্কস আকুনিয়ার আচমকা বা পায়ের শট গোলবারে লেগে প্রতিহত হলে গোলবঞ্চিত হয় আর্জেন্টিনা। ৩০ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোলের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন এনজো পেরেজ। মাত্র ছয় গজ দূর থেকে মেজার থেকে বল পেয়েও উন্মুক্ত গোলে বল না মেরে বাইরে পাঠান এই রিভার প্লেট তারকা।

ম্যাচে তেমন কোনো প্রভাবই রাখতে পারেননি মেসি। আর্জেন্টাইন ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ৩৩ মিনিটে ভ্রাসালজিকোর ক্রসে মানজুকিচ হেড করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। গোল মুখের এত সামনে দাঁড়িয়ে এমন হেডে কার্যত হতাশা নেমে আসে ক্রোয়েটদের মাঝে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেরেসিচ ফাঁকায় বল পেয়েও গোল করতে ব্যর্থ হন। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।

ম্যাচ স্কোর-কার্ডঃ ৯০ মিনিট শেষে ম্যাচের ফলাফল আর্জেন্টিনা ০ – ক্রোয়েশিয়া ৩ । ৫৩ মিনিটে ১ম গোল করেছেন ক্রোয়েশিয়ার রেবিক। ও ৮০ মিনিটে ২য় গোলটি করেছেন মর্দিক। ম্যাচের ৩য় গোল আর্জেন্টিনার জালে শেষ পেরেকটি মারেন রেট্রিক। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৫৮% বল ছিল তাদের দখলে। অন্য দিকে আক্রমনে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। এ পর্যন্ত আর্জেন্টিনার গোলপোস্টে ১৪টি শট নিয়েছে তারা। অন্যদিকে আর্জেন্টিনা নিয়েছে ১০টি।

১ম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র। ক্রোয়েশিয়ার সঙ্গে জয় না হোক, ড্র হলেও সুযোগটা বেঁচে থাকত আর্জেন্টিনার। কিন্তু ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ স্বপ্নটা প্রায় শেষ হওয়ার পথে আর্জেন্টিনার। এখন শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারালেই শুধু হবে না, ক্রোয়েশিয়াের এবং নাইজেরিয়ারের কাছে হারতে হবে আইসল্যান্ডকে।

Nigeria vs Iceland – Nigeria(3 points) Argentina vs Nigeria – Argentina (4 points) Iceland vs Croatia ( Croatia 9 points ) Argentina and Croatia to 16

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে