শনিবার, ২৩ জুন, ২০১৮, ১২:২৫:৪২

আনন্দের মধ্যে ব্রাজিলের জন্য দুঃসংবাদ

আনন্দের মধ্যে ব্রাজিলের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: অতিরিক্ত সময়ে ২ গোল আদায় করে জয় নিয়েই মাঠ ছাড়ল ব্রাজিল। দলের পক্ষে প্রথম গোল করেন কৌতিনহো। খেলা শেষ হওয়ার ১০ সেকেন্ড আগে দ্বিতীয় গোল করেন ব্রাজিলের বরপুত্র নেইমার। ডু অর ডাই ম্যাচে ব্রাজিল শুরু থেকে কিছুটা রক্ষণাত্মক খেলতে থাকে। বল পজিশন ধরে রাখার পরিকল্পনা নিয়েই মাঠে নামে নেইমাররা। তাই শুরুতেই তেমন বড় ধরনের সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল।

এ আনন্দের ভিড়ে বড় দুঃসংবাদ পেল দলটি। ন্যক্কারজনক ঘটনার জন্য শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন (বিএফএফ) প্রধান এন্তোনিও কার্লোস নুনেজ।

ঘটনার সূত্রপাত ম্যাচ চলাকালীন। ব্রাজিলের ম্যাচের উত্তেজনা যেন ছাড়লো না ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি ৮০ বছর বয়সী নুনেসকেও। রাশিয়ার একটি রেস্তোরায় বসেই ব্রাজিলের খেলা উপভোগ করেছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি। একী কাজ করলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি! ম্যাচের ৯০ মিনিট শেষ হওয়ার পরে কোন গোল না হওয়াতে এক সমর্থক এসে সভাপতিকে উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেসা করতে থাকেন। এক পর্যায়ে গালিও দেন তাকে। এরপরে আর নিজেকে সামাল দিতে পারেননি সভাপতি। তেড়েফুঁড়ে যান প্রশ্নকারীর দিকে, পরে ধাক্কাও দেন সজোরে!

এমন ঘটনার পর সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে সেই রেস্তোরা। বিষয়টি তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিয়েছে ফিফা। আর সভাপতিকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। তবে সভাপতির পদ হারালেও কিছুই করার নেই। কেননা এই সিজন শেষে তিনি নিজেই পদত্যাগ করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে