শনিবার, ২৩ জুন, ২০১৮, ০৬:৩৮:৩৩

‘আমার মনের ভেতর তবুও বলছে যে শেষ ম্যাচে কিছু একটা ঘটবে'

‘আমার মনের ভেতর তবুও বলছে যে শেষ ম্যাচে কিছু একটা ঘটবে'

স্পোর্টস ডেস্ক: গ্রুপ ‘ডি’ – এর হট ফেভারিট দল হিসেবেই বিশ্বকাপে এসছিল আর্জেন্টিনা। কিন্তু আসরের প্রথম ম্যাচেই হোঁচট খেয়ে শুরু করে ল্যাটিন আমেরিকার দলটি। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে এখন আসর থেকে বাদ হওয়ার পথে।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার এমন বাজে অবস্থা মাঠে বসেই দেখছেন সাবেক আর্জেন্টাইন ফুটবল জাদুকর দিয়াগো ম্যারাডোনা। কিন্তু তারপরেও তার মন বলছে শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে কিছু একটা করবে আর্জেন্টিনা। পাশাপাশি তিনি আশা করছেন শেষ ষোলতেও যাবে তার দেশ।

আর্জেন্টিনার এমন দুর্দশা নিয়ে ম্যারাডোনা বলেন,‘আমি আগেই বলেছিলাম প্রথম দুটি ম্যাচ জেতা আর্জেন্টিনার জন্য কঠিন হবে। বিশেষ করে দ্বিতীয় ম্যাচ। তাছাড়া ইউরোপের দল,তাদের স্ট্র্যাটেজি ও মেসির উপর অতিরিক্ত নির্ভরশীলতা- এরকম অনেক কারণ।’

তারপরেও আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে উঠা নিয়ে বেশ আশাবাদী তিনি। ম্যারাডোনা বলেন,‘আমার মনের ভেতর তবুও বলছে যে শেষ ম্যাচে কিছু একটা ঘটবে। স্বপ্ন ভেঙে যেতে দেখা খুব কষ্টের। তার পাশাপাশি যদি লড়াই দেখতে না পাই তাহলে সেটা আরো খারাপ লাগে'।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে